একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের একটি রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, তারা বলছে—এক দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে ‘জেনোসাইড’ হবে। জেনোসাইড মানে গণহত্যা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালের গণহত্যায় দলটি সহযোগী ছিল। আজকের বাংলাদেশে সে ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই।
বুধবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আমাদের নেতার পক্ষে, সত্য–ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে। আমরা অন্যায়–অবিচারের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান করি। এই নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণ করতে চাই—বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই মিলেই শান্তিতে বসবাস করতে চাই।’
তিনি আরও বলেন, ‘একটা মহল ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। বলে, জামায়াতের টিকিট না কাটলে জান্নাতে যাওয়া যাবে না। আমরা মুসলমানরা এটা বিশ্বাস করি না। আমরা জানি, বেহেশতে যাওয়ার একমাত্র পথ কর্ম।’
পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ আখতারুজ্জামান মিয়া।
সম্পর্কিত সংবাদ
ক্ষমতায় গেলে ইমাম-খতিবদের স্থায়ী ভাতা দেবে বিএনপি
আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইমাম-খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থাবিস্তারিত…
সাতক্ষীরা-২ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
এস.এম আব্দুল্লাহ :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেবিস্তারিত…
