অজয়ের ‘রেইড ৩’ নিয়ে যা জানা গেল

বক্স অফিসে অজয় দেবগনের ‘রেইড’ ফ্র্যাঞ্চাইজি মানেই যেন বাড়তি উত্তেজনা। ২০১৮ সালে মুক্তি পাওয়া প্রথম ছবির পর, চলতি বছরে মুক্তি পাওয়া এর দ্বিতীয় কিস্তিও বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছে। সুপারহিট তকমা পাওয়া এই ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য এবার এলো আরও এক সুখবর। ২০২৬ সালের শেষের দিকেই পর্দায় আসছে ‘রেইড ৩’।

বলিউড হাঙ্গামা ও পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, ফ্র্যাঞ্চাইজির আগের দুই ছবির মতো তৃতীয় পর্বটিও পরিচালনার দায়িত্বে থাকছেন রাজকুমার গুপ্তা। যদিও ছবিটির বিষয়বস্তু নিয়ে এখনই খুব বেশি কিছু প্রকাশ করতে চাইছেন না নির্মাতারা, তবে ধারণা করা হচ্ছে এবারের কিস্তিতে দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো চমক।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘রেইড ৩’-এর প্রি-প্রোডাকশনের কাজ শুরু হতে পারে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে। বর্তমানে ছবিটির স্ক্রিপ্ট বা চিত্রনাট্য নিয়ে জোর কদমে কাজ চলছে। গত কয়েক সপ্তাহ ধরেই সিনেমার ক্রিয়েটিভ টিম গল্পের বুনন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

পরিচালক রাজকুমার গুপ্তা চাইছেন, আগের পর্বগুলোর মতো এবারও গল্পের সত্যতা ও বাস্তবসম্মত ভাব বজায় রাখতে। এবারের গল্পটি হবে আরও জটিল এবং নাটকীয়। যেখানে নতুন কোনো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা যাবে অজয় দেবগনকে। পর্দায় তিনি বরাবরের মতোই সৎ ও সাহসী আয়কর অফিসার ‘অময় পট্টনায়েক’-এর চরিত্রে হাজির হবেন।

পরপর দুটি সিনেমার বিশাল সাফল্যের পর, তৃতীয় কিস্তিটি যে বক্স অফিসে নতুন কোনো রেকর্ড গড়তে যাচ্ছে তা নিয়ে এখনই আশাবাদী অজয় ভক্ত ও চলচ্চিত্র বিশ্লেষকরা। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আগুন জ্বালিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আল-আমিন দগ্ধ
  • সিরিয়ালে অভিনয় করব না : জীতু কামাল
  • সংগীতশিল্পী জেনস সুমন মারা গেছেন
  • নিজ বাসা থেকে ইউটিউবারের মরদেহ উদ্ধার
  • এত শীত সইবো কেমন করে: চঞ্চল চৌধুরী
  • ঢাকায় রিকশা চালালেন আহাদ রেজা
  • চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী
  • Copy link
    URL has been copied successfully!