চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী

বলিউড সিনেমার সোনালি যুগের কিংবদন্তি অভিনেত্রী কামিনী কৌশল আর নেই। জন্মসূত্রে তার নাম ছিল উমা কাশ্যপ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

কামিনীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে আসে। সাত দশকেরও বেশি সময় ধরে দর্শকদের একগুচ্ছ জনপ্রিয় সিনেমায় উপহার দিয়েছেন।

১৯২৭ সালে ব্রিটিশ ভারতের লাহোরে জন্মগ্রহণ করেন তিনি। বলিউড ইন্ডাস্ট্রির প্রথম দিকের সুপারস্টারদের একজন কামিনী। ১৯৪৬ সালে ‘নীচা নগর’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। পরবর্তীতে এই ছবি কান চলচ্চিত্র উৎসবে ‘পাম ডি’অর’ জিতে ইতিহাস গড়ে। যা এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় ছবি হিসেবে সেই সম্মান ধরে রেখেছে।

দীর্ঘ কর্মজীবনে প্রায় ৯০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘শহীদ’, ‘নদিয়া কে পার’, ‘শবনম’, ‘আরজু’, ‘বিরজ বাহু’ উল্লেখযোগ্য ছবি। তার অনবদ্য অভিনয় দর্শক ও সহশিল্পীদের মুগ্ধ করেছে। সময়ের সাথে সাথে চরিত্রের ধরন বদলালেও তার অভিনয় প্রতিভার মর্যাদায় তিনি অদ্বিতীয় ছিলেন।

অভিনেতা ধর্মেন্দ্রর ক্যারিয়ারের সঙ্গেও তার যোগ সূত্র রয়েছে— ‘শহীদ’ ছবিতে কামিনী ছিলেন ধর্মেন্দ্রর প্রথম সহ-অভিনেত্রী।

কামিনী কৌশলের মৃত্যু শুধু একটি অধ্যায়ের ইতি নয়; ভারতীয় চলচ্চিত্রের এক ঐতিহাসিক যুগেরও অবসান। তিনি রেখে গেছেন তিন পুত্র—শ্রাবণ, বিদুর ও রাহুল সূদ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • না ফেরার দেশে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা
  • মারা গেছেন কেজিএফ অভিনেতা
  • মিঠুনের প্রশংসা করে যা বললেন রাজ
  • হাসপাতালে মালাইকা অরোরা
  • ১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয়-মাহি!
  • গলায় ফাঁস দিয়ে অভিনেতার আত্মহত্যা
  • প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অশুভ মনে হচ্ছে : অমিতাভ
  • Copy link
    URL has been copied successfully!