এমবাপের জোড়া গোলে বিশ্বকাপে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্স আবারও দেখাল তাদের পরিপক্বতা। কিলিয়ান এমবাপের জোড়া গোলের ওপর ভর করে বৃহস্পতিবার ইউক্রেনকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্বকাপে জায়গা পাকা করল দিদিয়ের দেশমের দল।

২০১৯ সাল থেকে কোনো ইউরো বা বিশ্বকাপ বাছাই ম্যাচে হারেনি ফরাসিরা। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডায় বসতে যাওয়া বিশ্বকাপের ড্র হবে ৫ ডিসেম্বর, আর সেখানে শীর্ষস্থানীয় দল হিসেবে নাম উঠবে ফ্রান্সের। এ টুর্নামেন্টই হবে দেশমের শেষ বড় মঞ্চ।

ইউক্রেনের বিপক্ষে এ ম্যাচে দ্বিতীয়ার্ধে জ্বলে উঠলেন অধিনায়ক এমবাপে। প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১০ বছর পূর্তির আবেগঘন রাতে তার দুটি গোলের মাঝেই আসে মাইকেল ওলিসের ৭৬ মিনিটের গোল। ম্যাচের একেবারে শেষদিকে চতুর্থ গোলটি করেন হুগো একিতিকে।

ইউরোপের গ্রুপ ডি–তে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। দ্বিতীয়স্থানে থাকা আইসল্যান্ডের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে থাকায় গ্রুপটাও নিশ্চিত তাদের। শেষ ম্যাচে রবিবার তারা খেলবে তলানিতে থাকা আজারবাইজানের বিপক্ষে।

প্রথমার্ধে দুইবার গোলের খুব কাছে গিয়েছিল ফ্রান্স। ১৭ মিনিটে দূর থেকে মবাপ্পের নিম্নবলটি লক্ষ্যভেদ করতে যাচ্ছিল, কিন্তু ইউক্রেন গোলরক্ষক আনাতোলি ত্রুবিন দারুণ ডাইভে কর্নারের বিনিময়ে রক্ষা করেন দলকে। ৪১ মিনিটে আরও বড় সুযোগ পান ব্র্যাডলি বারকোলা। বাঁ দিক থেকে কেটে ঢুকে দারুণ বাঁকানো শট নেন তিনি। কিন্তু আবারও ত্রুবিন সর্বোচ্চ চেষ্টায় আঙুল ছুঁইয়ে বল পোস্টে লাগিয়ে দেন।

অবশেষে ৫৫ মিনিটে জয়ের ভিত্তি গড়ে ফেলে ফ্রান্স। বক্সে মাইকেল ওলিসেকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। ঠান্ডা মাথায় বলকে মাঝ দিয়ে চিপ করে মবাপ্পে তুলে দেন লিড।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সবচেয়ে কম বলে এক হাজার রানের বিশ্ব রেকর্ড
  • এশিয়ার আরচ্যারির সভাপতি বাংলাদেশের চপল
  • ম্যারাডোনা ছাড়াও মেসির কাছে সর্বকালের সেরা যারা
  • নারী বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি
  • মিয়ামিতেই থাকছেন মেসি, করলেন নতুন চুক্তি
  • ঋতুপর্ণাদের তিন গোলে হারাল থাইল্যান্ড
  • ১৯ মাস পরে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
  • Copy link
    URL has been copied successfully!