হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রিয়া মনির করা মামলায় বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এই আদেশ দেন।

রিয়াকে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় এই মামলাটি করেন তিনি। হিরো আলম ছাড়াও হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে আহসান হাবিব সেলিম নামের এক ব্যক্তিকে।

রিয়া মনির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী আদালতের আদেশের তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।’

অভিযোগ নথিতে রিয়া উল্লেখা করেছেন, সম্প্রতি হিরো আলম ও তার মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর আলম অভিযোগকারীকে তালাক দেন। মীমাংসার লক্ষ্যে গত ২১ জুন রিয়ার পরিবার আলমকে হাতিরঝিল এলাকায় একটি বাসায় ডাকেন। সেই সময়ে হিরো আলমসহ ১০/১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে।

এই হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয়। এ সময় রিয়ার গলায় থাকা ‘দেড় ভরি’ ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায় বলেও অভিযোগে করেছেন হিরো আলমের প্রাক্তন স্ত্রী। ভুক্তভোগির ওপর হামলার ঘটনার দুই দিন পর অথাৎ গত ২৩ জুন বাদী হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আগুন জ্বালিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আল-আমিন দগ্ধ
  • সিরিয়ালে অভিনয় করব না : জীতু কামাল
  • সংগীতশিল্পী জেনস সুমন মারা গেছেন
  • নিজ বাসা থেকে ইউটিউবারের মরদেহ উদ্ধার
  • এত শীত সইবো কেমন করে: চঞ্চল চৌধুরী
  • অজয়ের ‘রেইড ৩’ নিয়ে যা জানা গেল
  • ঢাকায় রিকশা চালালেন আহাদ রেজা
  • চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী
  • Copy link
    URL has been copied successfully!