না ফেরার দেশে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা
জেমস বন্ড সিরিজের ‘ডাই অ্যানাদার ডে’-এর নির্মাতা লি তামাহোরি আর নেই। শুক্রবার (৭ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। পরিচালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে রেডিও নিউজিল্যান্ড।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মস্তিষ্ক জনিত রোগের কারণে মৃত্যু হয়েছে তার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার রেখে যাওয়া উত্তরাধিকার বেঁচে থাকবে তার পরিবারে তার নাতি-নাতনিদের মধ্যে। যেসব নির্মাতাকে তিনি অনুপ্রাণিত করেছেন এবং প্রতিটি গল্পে যা তিনি অকৃত্রিম হৃদয় দিয়ে ফুটিয়ে তুলেছেন। লি ছিলেন সৃজনশীল একজন মানুষ। যিনি পর্দার সামনে ও পেছনে মাওরি আদিবাসীদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
১৯৫০ সালে নিউজিল্যান্ডে ওয়েলিংটনে জন্ম লি তামাহোরির। সত্তর ও আশির দশকে শোবিজে কাজ শুরু করেন তিনি। জিওফ মারফির ‘গুডবাই পর্ক পাই’ ও ‘দ্য কোয়ায়েট আর্থ’–এ ক্রু হিসেবে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। এরপর ‘মেরি ক্রিসমাস’ ও ‘মিস্টার লরেন্স’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।
১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্স ওয়ার ওয়ারিয়র্স’ ছবিটি লি পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। যেটি ঐ বছর নিউজিল্যান্ডের চলচ্চিত্র ইতিহাসে সর্বোচ্চ আয়ের সিনেমা নির্বাচিত হয়েছিল। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মুলহল্যান্ড ফলস’, ‘দ্য এজ’, ‘অ্যালং কেইম আ স্পাইডার’ সহ বেশ কিছু হলিউড সিনেমা। তার প্রতিটি সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত হয়েছিল।
২০০২ সালে পিয়ার্স ব্রসনান অভিনীত ‘জেমস বন্ড’ সিরিজের সিনেমা ‘ডাই অ্যানাদার ডে’ তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত সিনেমার একটি।
সম্পর্কিত সংবাদ
হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রিয়া মনির করা মামলায়বিস্তারিত…
মারা গেছেন কেজিএফ অভিনেতা
ভারতের কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় মুখ, অভিনেতা হরিশ রায় মারা গেছেন। ব্লকবাস্টার ছবি ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজিতে ‘কাশিমবিস্তারিত…
