গুগল ক্রোমে এআই মোড এখন আরও সহজ
গুগল তাদের জনপ্রিয় ব্রাউজার ক্রোমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ করে তুলছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে মোবাইল ব্যবহারকারীরা নতুন করে যোগ হওয়া একটি শর্টকাট বাটনের মাধ্যমে সরাসরি ‘এআই মোড’-এ প্রবেশ করতে পারবেন।
ক্রোমে নতুন ট্যাব খুললেই সার্চ বারের নিচে এই বাটন দেখা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা জটিল প্রশ্ন করতে পারবেন। কোনো বিষয়ের গভীরে যেতে পারবেন বা অনুসন্ধানমূলক কথোপকথন চালিয়ে যেতে পারবেন।
গুগল জানিয়েছে, এই নতুন শর্টকাট সুবিধা যুক্তরাষ্ট্রে বুধবার থেকে চালু হয়েছে। অচিরেই এটি বিশ্বের আরও ১৬০টি দেশে চালু করা হবে। পাশাপাশি হিন্দি, ইন্দোনেশীয়, জাপানি, কোরিয়ান, পর্তুগিজসহ আরও বেশ কয়েকটি ভাষায়ও এটি ব্যবহার করা যাবে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে গুগল চেষ্টা করছে মোবাইল ব্যবহারকারীদের নিজেদের সার্চ প্ল্যাটফর্মে ধরে রাখতে। বর্তমানে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি এবং পারপ্লেক্সিটি এআইয়ের মতো টুলগুলোর জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় গুগল চায় ব্যবহারকারীরা যেন ক্রোমেই এআই সার্চের অভিজ্ঞতা পান, বাইরে না যান।
গুগল প্রথমবারের মতো চলতি বছরের মার্চ মাসে ‘এআই মোড’ চালু করে। তখন থেকেই ফিচারটি নিয়মিতভাবে নতুন নতুন সুবিধা পাচ্ছে। গত অক্টোবরে গুগল ফিচারটি ১৮০টি দেশে সম্প্রসারণ করে।
সম্প্রতি গুগল এই মোডে যুক্ত করেছে আরও কিছু উন্নত সুবিধা। এখন ব্যবহারকারীরা এআই মোডের মাধ্যমে ইভেন্টের টিকিট বুক করতে পারবেন। সৌন্দর্য ও ওয়েলনেস অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এমনকি রেস্তোরাঁর আসন সংরক্ষণ করতেও পারবেন। আগস্টে গুগল যখন এই ‘এজেন্টিক’ ফিচার চালু করে, তখন থেকেই এটি ব্যবহারকারীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
এর পাশাপাশি জুলাই মাসে চালু হওয়া ‘ক্যানভাস’ ফিচারটি ব্যবহারকারীদের পড়াশোনার পরিকল্পনা সাজাতে ও তথ্য সংগঠিত রাখতে সহায়তা করে। গুগল লেন্সের সাহায্যে ব্যবহারকারীরা এখন ডেস্কটপ স্ক্রিনে দেখা যেকোনো বিষয় নিয়েও প্রশ্ন করতে পারেন।
গুগলের কর্মকর্তারা বলছেন, নতুন এআই মোড ক্রোম ব্যবহারকারীদের জন্য সার্চ অভিজ্ঞতা আরও দ্রুত, ব্যক্তিগত ও বুদ্ধিমত্তাসম্পন্ন করে তুলবে।
প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, এটি গুগলের সার্চ সেবায় এক গুরুত্বপূর্ণ মোড়। যা ভবিষ্যতের এআই নির্ভর ওয়েব ব্রাউজিংয়ের ভিত্তি গড়ে দেবে।
সম্পর্কিত সংবাদ
৮ জিবি র্যামের ফোন দাম মাত্র ৫৫০০
কম বাজেটে ভালো পারফরম্যান্সের স্মার্টফোন খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য ভারতীয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান Lava নিয়েবিস্তারিত…
এখন স্মার্টওয়াচেই চলবে হোয়াটসঅ্যাপ
অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য বড় সুখবর! জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ অবশেষে নিয়ে এলো এমন একটিবিস্তারিত…
