মিঠুনের প্রশংসা করে যা বললেন রাজ
দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ‘মৃগয়া’ থেকে শুরু করে হাল আমলের ‘কাবুলিওয়ালা’, ৭৫ বছর বয়সী এই অভিনেতার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু মিঠুন চক্রবর্তী কী খুব রাগী? তার সঙ্গে কাজ করতে গেলে কি পরিচালকদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়?
সম্প্রতি এই সকল প্রশ্নের উত্তর দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। ২০২৪ সালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘সন্তান’ ছবিতে কাজ করেন তিনি। মিঠুন, শুভশ্রী এবং ঋত্বিক অভিনীত এই ছবিটি পরিচালনা করে মিঠুনের সঙ্গে কাজের এক নতুন অভিজ্ঞতা হয় রাজের।
ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন রাজ। তিনি বলেন, ‘যখন একজন বড় অভিনেতার সঙ্গে কাজ করতে যাচ্ছেন তখন কিছুটা হোমওয়ার্ক করে যেতে হয়। আপনি যদি ফ্লোরে নিজেই কনফিউজড থাকেন তাহলে কিন্তু উনি বুঝে যাবেন। উনি টেকনিক্যালি ভীষণ স্ট্রং।’
মিঠুনের অভিনয় দক্ষতা নিয়ে বলতে গিয়ে রাজ একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তার কথায়, ‘মিঠুন চক্রবর্তী ওয়ান টেক অ্যাক্টর। উনি একবার শুধু টেক দেবেন। আপনি যদি এবার বারবার টেক নিতে চান তাহলে আপনাকে বোঝাতে হবে কেন আপনি টেক নিচ্ছেন। সঠিকভাবে বর্ণনা করতে হবে। না হলে কিন্তু উনি করবেন না।’
মিঠুনের প্রশংসা করে রাজ বলেন, ‘উনি যতদিন কাজ করেছেন একদিনও আমি তাকে রেগে যেতে দেখিনি। উনি স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন। কাজ শেষ হয়ে গেলেও তিনি বাড়ি চলে যেতেন না। ফ্লোরে থাকতেন এবং অন্য অভিনেতা যখন অভিনয় করতেন উনি ঠিক একই ইমোশন দিয়ে তার পাশে দাঁড়াতেন। এই মানুষটাকে মুডি বলাই যায় না।’
সম্পর্কিত সংবাদ
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এম.এ. মান্নান আর নেই
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও নজরুল সংগীতশিল্পী এম.এ.মান্নান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহিবিস্তারিত…
নির্বাচনে প্রার্থী হচ্ছেন খল অভিনেতা আহমেদ শরীফ
ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা আহমদ শরীফ। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সম্প্রতি ব্যক্তিগতবিস্তারিত…
