হাসপাতালে মালাইকা অরোরা
গতকাল এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে মন খুলে নেচেছেন মালাইকা অরোরা। গানের সঙ্গে মিলিয়েছেন ঠোঁট। সেখান থেকে ফিরেই ভর্তি হতে হলো হাসপাতালে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে, হাসপাতালের সামনে দাঁড়িয়ে মলাইকার গাড়ি। অভিনেত্রীকে মাস্ক পরা অবস্থায় দেখা যাচ্ছে। তবে ঠিক কী কারণে হাসপাতালে গিয়েছেন তিনি, তা স্পষ্ট নয়।
যদিও হাসপাতালে মলাইকাকে দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। কেউ কেউ প্রশ্ন করেছেন, “কালই তো বেশ সুস্থ ভাবে নাচছিলেন। আজ হঠাৎ কী হলো ওর?”
তবে নেটিজেনদের একাংশ মনে করছেন তেমন কিছু হয়নি মালাইকার। তাদের কথায়, “আপনারা চিন্তা করবেন না। হতেই পারে ডাক্তার দেখাতে গিয়েছেন। গুরুতর কিছু হয়নি।”কারও মতে “বেশি নাচানাচি করেই কি অসুস্থ হয়ে পড়েছেন মলাইকা?” তেব এ বিষয়ে কোনো বিবৃতি দেননি অভিনেত্রী।
সম্পর্কিত সংবাদ
আগুন জ্বালিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আল-আমিন দগ্ধ
পুকুরের পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে দগ্ধ হয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলারবিস্তারিত…
সিরিয়ালে অভিনয় করব না : জীতু কামাল
বেশ কয়েক মাস ধরে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ধারাবাহিকের প্রধানবিস্তারিত…
