প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অশুভ মনে হচ্ছে : অমিতাভ

একের পর এক সহ-অভিনেতা ও ঘনিষ্ঠজনের মৃত্যুতে ভেঙে পড়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সম্প্রতি তার ঘনিষ্ঠ বন্ধু পীযূষ পান্ডের মৃত্যু হয়েছে। সেই শোক কাটিয়ে ওঠার আগেই ফের দুঃসংবাদ। এবার না ফেরার দেশে চলে গেলেন তার সহ-অভিনেতা সতীশ শাহ।

‘ভূতনাথ’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছিলেন সতীশ শাহ। প্রিয় সহকর্মীর মৃত্যুতে একরাশ মন খারাপ নিয়ে মধ্যরাতে নিজের ব্লগে শোক প্রকাশ করলেন ‘বিগ বি’।

অমিতাভ লিখেছেন, ‘এটি অত্যন্ত কঠিন একটা সময়। আরও একটি দিন, আরও কিছু কাজ, আরও একজনের চলে যাওয়া। সতীশ শাহ, একজন প্রতিভাবান অভিনেতা। অনেক কম বয়সে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। খুব কঠিন সময় সকলের জন্য। প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অশুভ মনে হচ্ছে।’

তবে জীবন তো থেমে থাকে না, সেই দর্শনও উঠে এসেছে অমিতাভের লেখায়। তিনি আরও লিখেছেন, ‘তবে জীবন তো চলতেই থাকবে, এটাই নিয়ম। অত্যন্ত খারাপ সময়ের মধ্যেও স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করতে হবে। সেটাই যুক্তিসঙ্গত বিষয়।’

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সতীশ শাহ। তার কিডনি নষ্ট হয়ে যাচ্ছিল, যার ফলে কিছুদিন আগেই কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল।

সতীশ শাহের ম্যানেজার জানান, গত ২৫ অক্টোবর দুপুরে খাবার খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। এরপর জ্ঞান হারান তিনি। আধ ঘণ্টা পরে অ্যাম্বুলেন্স আসে এবং সতীশ শাহকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আগুন জ্বালিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আল-আমিন দগ্ধ
  • সিরিয়ালে অভিনয় করব না : জীতু কামাল
  • সংগীতশিল্পী জেনস সুমন মারা গেছেন
  • নিজ বাসা থেকে ইউটিউবারের মরদেহ উদ্ধার
  • এত শীত সইবো কেমন করে: চঞ্চল চৌধুরী
  • অজয়ের ‘রেইড ৩’ নিয়ে যা জানা গেল
  • ঢাকায় রিকশা চালালেন আহাদ রেজা
  • চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী
  • Copy link
    URL has been copied successfully!