সাতক্ষীরায় রোটারি ক্লাবের প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :: দেশব্যাপী পরিবেশ সচেতনতা ও পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে রোটারি ক্লাব অব ইকো ঢাকা এর উদ্যোগে ও বাংলাদেশের ৫০টি রোটারি ক্লাবের অংশগ্রহণে ১৫ অক্টোবর (বুধবার) সাতক্ষীরায় প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোটারি ক্লাব অফ রয়েল সাতক্ষীরার প্রেসিডেন্ট ডাঃ মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে ও পাস্ট প্রেসিডেন্ট তারিকুজ্জামান খানের পরিচালনায় আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতিযাত্রার প্রকল্প প্রধান সাইফুল ইসলাম শামীম, রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার পাস্ট প্রেসিডেন্ট আসাদুর জামান আসাদ, পাস্ট প্রেসিডেন্ট ফারুকুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট আবু মুসা, ক্লাব ট্রেজারার আব্দুল জব্বার, অবসরপ্রাপ্ত বিসিক কর্মকর্তা মো: আনোয়ার উল্লাহ।

রোটারি পরিবেশ সচেতনতায় ৬৪ জেলায় প্রকৃতিযাত্রা কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় ৩১তম জেলা হিসেবে সাতক্ষীরায় এই আয়োজন করা হয়।শহরের পলাশপোল এলাকায় নবজীবন ইনস্টিটিউটে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সেমিনার ও পরিবেশ র‍্যালীর মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর সাতক্ষীরা স্টেডিয়াম চত্বরে বৃক্ষরোপণ পর্বে সন্মানিত রোটারিয়ানদের সাথে উপস্থিতি ছিলেন প্রবীণ কল্যান সংস্থা, সাতক্ষীরার নেতৃবৃন্দ। পরিবেশ রক্ষায় প্রবীণ নাগরিকদের অংশগ্রহণ ও সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন প্রবীণ কল্যান সংস্থা সাতক্ষীরার অফিসে একটি প্রকৃতি পাঠাগার করবার সম্ভাব্যতা নিয়ে টিম প্রকৃতিযাত্রার সাথে প্রবীণ কল্যান সংস্থার নেতৃবৃন্দের আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া প্রকৃতিযাত্রার অংশ হিসেবে একই দিন বিকেলে কোকরালী টাবরারডাঙায় বিষমুক্ত প্রাকৃতিক চাষাবাদে আগ্রহী করতে কৃষকদের নিয়ে কৃষক সভার আয়োজন করা হয়। কৃষকদের আগ্রহে উক্ত এলাকায় রোটারি ক্লাব অফ ইকো ঢাকা ও রোটারি ক্লাব অফ রয়েল সাতক্ষীরার যৌথ উদ্যোগে একটি আরসিসি(রোটারি কমিউনিটি কর্প) গঠনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • টাঙ্গাইলে ত্রিমুখী গাড়ির সংঘর্ষে ৪ জনের মৃত্যু
  • যশোরের খাজুরায় কাভার্ডভ্যান চাপায় একজন নিহত
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • বগুড়ায় ‘বিষাক্ত মদ্যপানে’ মৃতের সংখ্যা বেড়ে ৪
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • যশোরে নির্মানাধিন ১০ তলা ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু
  • কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে জামায়াত নেতার মৃত্যু
  • Copy link
    URL has been copied successfully!