দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের গোল উৎসব

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে কদিন আগেই। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ঝালিয়ে নিতে এবার প্রীতি ম্যাচের মিশনে দলগুলো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এশিয়ান সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়। ম্যাচটি ঘিরে কোচ কার্লো আনচেলত্তির চাওয়া ছিল দাপুটে ফুটবল। সেলেসাওরা তাতে সাড়া দিলো দারুণভাবেই।

আজ (শুক্রবার) সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি ৫-০ গোলে জিতেছে ব্রাজিল। দুটি করে গোল করেছেন এস্তেভো ও রদ্রিগো। একবার জালের দেখা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

ম্যাচের ১৩ তম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ব্রুনো গুইমারেসের রক্ষণছেড়া পাস ডি বক্সের ভেতর গিয়ে ধরেন এস্তেভাও। তখন তার সামনে কোরিয়া গোলরক্ষক বাদে আর কেউ ছিল না। আলতো ছোঁয়ায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।

কিছুক্ষণ পর ব্যবধান দ্বিগুণ হতে পারতো। হেডে আবার জালে বল পাঠান কাসেমিরো। তবে নিজেই অফসাইডে ছিলেন ব্রাজিলিয়ান অধিনায়ক। একচেটিয়া আক্রমণে বলতে গেলে প্রতিপক্ষের টুঁটি চেপে ধরেছিল ব্রাজিল। যদিও ব্যবধান বাড়ছিল না। শেষমেশ বিরতির আগে ব্যবধান বাড়ান রদ্রিগো।

অবশ্য এ যাত্রায় তার একার কৃতিত্বের চেয়ে দলগত নৈপুণ্যের প্রদর্শনীই বলা ভালো। ৪০তম মিনিটে ডানপ্রান্ত দিয়ে আক্রমণে উঠলেও মাঝমাঠ হয়ে বল যায় বাঁপ্রান্তে ভিনিসিয়ুস জুনিয়রের কাছে।

ডি বক্সের বাইরে থেকে রদ্রিগোর দিকে পাস দেন তিনি। কিন্তু রিয়াল ফরোয়ার্ড পাস না ধরে সুযোগ করে দেন ক্যাসেমিরোকে, নিজে উঠে যান একটু ওপরে। ক্যাসেমিরো প্রথম স্পর্শেই তাকে বল বাড়িয়ে দেন। রদ্রিগো বল নিয়ে আর ভুল করলেন না। দুই ডিফেন্ডারের পাশ দিয়ে কোনাকুনি শটে বল পাঠিয়ে দেন জাল বরাবর।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর ব্রাজিলের দেখা মিলল। স্রেফ দুই মিনিটের মধ্যে আরও দুই গোল আদায় করে নেয় সেলেসাওরা। প্রথমে এস্তেভাওয়ের গোল, এরপর রদ্রিগো। ৪৭তম মিনিটে ডি-বক্সের বাম দিকে ডিফেন্ডার কিম মিন-জে বল ক্লিয়ার করতে গিয়ে এস্তেভোর পায়ে মেরে বসেন। আর বল ধরে ক্ষীপ্রতায় এগিয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন চেলসি ফরোয়ার্ড।

এরপর ৪৯তম মিনিটে ক্যাসেমিরো বল বাড়িয়ে দেন ভিনিসিয়ুসকে, ভিনি দেন ফাঁকায় থাকা রদ্রিগোকে। ছোট শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ম্যাচের ৭৭তম মিনিটে স্কোরলাইনে নিজের নাম তোলেন ভিনিসিয়ুস। কাউন্টার অ্যাটাকে মাঝমাঠে দাঁড়িয়ে থাকা ভিনিকে লম্বা পাস দেন ম্যাথিউস কুনহা। টানা পাসে প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়েই দলের পঞ্চম গোল আদায় করে নেন রিয়াল তারকা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • বিশ্বকাপ সূচি অপরিবর্তিত রাখল আইসিসি
  • শান্ত-ওয়াসিমের ব্যাটে রংপুরের বিপক্ষে রাজশাহীর দাপুটে জয়
  • সাগরিকার ৫ গোল ও ঋতুপর্ণাদের আরেকটি বড় জয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের দল ঘোষণা
  • সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
  • বিপিএল শুরুর সময়ে পরিবর্তন
  • পদত্যাগ করলেন আনচেলত্তি
  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
  • Copy link
    URL has been copied successfully!