রিজিকের জন্য কোরআনের দোয়া: হজরত ঈসা (আ.)-এর আমল

রিজিকের একমাত্র মালিক আল্লাহ তাআলা। এ বিশ্বাস প্রতিটি মুমিনের অন্তরে গভীরভাবে গেঁথে থাকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবী হজরত ঈসা (আ.)-এর একটি বিশেষ দোয়া উল্লেখ করেছেন, যা রিজিকে বরকত ও অভাবমুক্তির জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ বলে বিবেচিত হয়।

কোরআনে বর্ণিত সেই দোয়া
আরবি: اللَّهُمَّ رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ السَّمَاء تَكُونُ لَنَا عِيداً لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ

উচ্চারণ: আল্লাহুম্মা রব্বানা আনযিল আলাইনা মায়িদাতাম মিনাস সামায়ি তাকুনু লানা ঈদাল্লি আওওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন।

অর্থ: হে আল্লাহ! আমাদের রব! আমাদের জন্য আকাশ থেকে একটি খাবার ভর্তি খাঞ্চা (মায়িদা) নাজিল করুন, যা আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দোৎসব হবে এবং আপনার পক্ষ থেকে নিদর্শন হবে। আর আমাদের রিজিক দিন, আর আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা।

দোয়াটির তাৎপর্য
এ দোয়াটির মাধ্যমে শুধু দুনিয়াবি রিজিকই চাওয়া হয়নি; বরং আল্লাহর নিদর্শন ও তাঁর প্রতি বিশ্বাসকে দৃঢ় করাও এর মূল উদ্দেশ্য। এটি রিজিকের প্রাচুর্য, বরকত এবং আত্মিক ও জাগতিক শান্তি লাভের একটি পূর্ণাঙ্গ প্রার্থনা।

কীভাবে পড়বেন ও আমল করবেন?
ইসলামিক বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এ দোয়াটি পড়লে আল্লাহর রহমতে রিজিকে বরকত হয় এবং অভাব দূর হয়। এটি সকাল-সন্ধ্যা বা নামাজের পর পড়া যায়। আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে এ দোয়াটি নিয়মিত আমলে আনতে পারেন মুমিনরা।

দোয়া কবুলের শর্ত
দোয়া কবুলের জন্য হালাল রিজিক, ইখলাস বা একনিষ্ঠতা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা জরুরি। হজরত ঈসা (আ.)-এর এ দোয়া যেমন আল্লাহ পছন্দ করেছেন, তেমনি তিনি প্রতিটি মুমিনের দোয়াই শ্রবণ করেন।

আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে এ দোয়াটি নিয়মিত পড়ার তাওফিক দান করুন। তিনি যেন আমাদের সকলের রিজিকে বরকত দান করেন এবং যাবতীয় অভাব থেকে মুক্তি দেন। আমিন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
  • গুনাহের পর অনুতপ্ত মনে ক্ষমা প্রার্থনার ফজিলত
  • নামাজে একাগ্রতা আনার ৬ কার্যকর উপায়
  • গর্ভবতী নারীরা যে দোয়া পড়বেন
  • মহররমের আগে যেসব প্রস্তুতি নেওয়া উচিত
  • ত্যাগের মহিমার ঈদুল আজহা আজ
  • হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি ও বিশ্ব মুসলিমের সমৃদ্ধি কামনা
  • Copy link
    URL has been copied successfully!