হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার, শিডিউল করা যাবে কল

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন ইউনিফাইড কল মেনু ফিচার। এই আপডেটের মাধ্যমে ভয়েস এবং ভিডিও কলের জন্য আলাদা বাটনের পরিবর্তে একটি একক কল বাটন থাকছে।

নতুন মেনুর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ভয়েস বা ভিডিও কল শুরু করতে, কল লিংক তৈরি করতে এবং এমনকি কল শিডিউল করতে পারবে। গ্রুপ কলের ক্ষেত্রে মেনু থেকে সদস্য নির্বাচন করা আরও সহজ হয়েছে।

অফিসিয়াল চেঞ্জলগ অনুযায়ী, কল শিডিউল করার সময় ব্যবহারকারীরা গ্রুপ বা কন্ট্যাক্ট নির্বাচন করে ইনভাইটেশন শেয়ার করতে পারবে। এতে কাজের মিটিং বা বন্ধুদের সঙ্গে আগে থেকে সময় ঠিক করে কল করা সহজ হবে।

বর্তমানে এই ফিচারটি কিছু নির্বাচিত ব্যবহারকারীর জন্য উপলব্ধ, তবে কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে সবার কাছে পৌঁছে যাবে।

হোয়াটসঅ্যাপ আশা করছে, এই ইউনিফাইড কল মেনু ও কল শিডিউল ফিচার ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও স্মার্ট, সময়োপযোগী এবং সহজ করবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • হোয়াটসঅ্যাপে ফোন নম্বর লুকিয়ে রাখার উপায়
  • বিশ্বের সবচেয়ে ছোট ৫ ফোন
  • চ্যাটজিপিটি দিয়ে কীভাবে ছবি তৈরি করা যায়?
  • ইউটিউবে নতুন মাল্টি-ল্যাঙ্গুয়েজ অডিও ডাবিং ফিচার, বাড়বে আয়
  • অ্যানড্রয়েড কম্পিউটার আনছে গুগল
  • শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোনে পাবেন ‘ম্যাজিক ব্যাক স্ক্রিন’
  • পুরনো যেকোনো স্মার্টফোন বদলে অনারের নতুন ফোন নেওয়ার সুযোগ
  • Copy link
    URL has been copied successfully!