ডাকসু নির্বাচনে ভিপি-জিএস প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ২৮টি কেন্দ্রীয় পদে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে।

ডাকসু নির্বাচনে এবার ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র। একজন ভোটার কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি—মোট ৪১টি পদে ভোট দেবেন।

ভিপি পদে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কারা কোথায় ভোট দেবেন?

ভিপি (সহসভাপতি) পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটকেন্দ্র নিয়ে রয়েছে শিক্ষার্থীদের বাড়তি কৌতূহল। এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ এ পদের প্রার্থীরা হলেন:

আবিদুল ইসলাম খান (ছাত্রদল সমর্থিত): ভোট দেবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

সাদিক কায়েম (ছাত্রশিবির সমর্থিত): তিনিও একই (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) হলের এবং উদয়ন স্কুলে ভোট দেবেন।

উমামা ফাতেমা (স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য): সুফিয়া কামাল হলের শিক্ষার্থী, ভোট দেবেন ভূ-তত্ত্ব বিভাগ কেন্দ্রে।

আব্দুল কাদের (বাগছাস): বিজয় একাত্তর হলের শিক্ষার্থী, তার ভোটকেন্দ্র সিনেট ভবন।

বিন ইয়ামীন মোল্লা (ছাত্র অধিকার পরিষদ): স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী, ভোট দেবেন সিনেট ভবনে।

শেখ তাসনিম আফরোজ ইমি (বামজোট): শামসুন নাহার হলের শিক্ষার্থী, ভোট দেবেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে।

ইয়াছিন আরাফাত (ইসলামী ছাত্র আন্দোলন): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী, ভোট দেবেন উদয়ন স্কুলে।

জামালুদ্দীন মুহাম্মদ খালিদ (সমন্বিত শিক্ষার্থী সংসদ): কবি জসীম উদদীন হলের শিক্ষার্থী, তার ভোটকেন্দ্রও উদয়ন স্কুল।

শামীম হোসেন (স্বতন্ত্র): ইংরেজি বিভাগের ছাত্র ও বিজয় একাত্তর হলের বাসিন্দা, তিনি ভোট দেবেন সিনেট ভবনে।

জিএস প্রার্থীদের ভোটকেন্দ্র

সাধারণ সম্পাদক (জিএস) পদেও রয়েছে হেভিওয়েট প্রতিদ্বন্দ্বিতা। এই পদে ভোটপ্রার্থী ও তাদের ভোটকেন্দ্র:

শেখ তানভীর বারী হামিম (ছাত্রদল): উদয়ন স্কুল অ্যান্ড কলেজ।

এস এম ফরহাদ (ছাত্রশিবির): উদয়ন স্কুল অ্যান্ড কলেজ।

আবু বাকের মজুমদার (বাগছাস): শারীরিক শিক্ষা কেন্দ্র।

মেঘমল্লার বসু (বামজোট): শারীরিক শিক্ষা কেন্দ্র।

আল সাদি ভূইয়া (স্বতন্ত্র): উদয়ন স্কুল।

সাবিনা ইয়াসমিন (ছাত্র অধিকার পরিষদ): টিএসসি কেন্দ্র।

খায়রুল আহসান মারজান (ইসলামী ছাত্র আন্দোলন): শারীরিক শিক্ষা কেন্দ্র।

আশিকুর রহমান (স্বতন্ত্র): উদয়ন স্কুল।

আরাফাত চৌধুরী (স্বতন্ত্র): উদয়ন স্কুল।

নির্বাচনে নারী প্রার্থী ৬২ জন

ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ৪০৯ জন পুরুষ এবং ৬২ জন নারী। উল্লেখযোগ্যভাবে এবারে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ কয়েকজন ছাত্রীও গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন টানটান উত্তেজনা। দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ভোটারদের প্রত্যাশা—একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ফেব্রুয়ারিতেই ভোট, কোনো শক্তি ঠেকাতে পারবে না: প্রেস সচিব
  • কেউ যেন বলতে না পারে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি : ড. ইউনূস
  • দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ
  • আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
  • ঢাকাসহ ১৯ জেলায় ২৩০ বিচারককে বদলি
  • কোনো কেন্দ্রে অনিয়ম হলে পুরো ভোট বাতিল : সিইসি
  • ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর
  • Copy link
    URL has been copied successfully!