অ্যাপ দিয়ে স্বর্ণে বিনিয়োগের সুযোগ

বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা ও শেয়ার বাজারের অনিশ্চয়তা, সবকিছু মিলে মানুষ এখন নিরাপদ ও স্থিতিশীল বিনিয়োগের দিকে ঝুঁকছে। তাছাড়া, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে অ্যাপভিত্তিক লেনদেনের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে, বিনিয়োগের ক্ষেত্রেও এসেছে নানা ধরনের পরিবর্তন।

মানুষ এখন অনলাইন প্ল্যাটফর্মে কৃষি, গবাদিপশু, জমি ও স্বর্ণে বিনিয়োগ করে একটি বৈচিত্র্যময় বিনিয়োগ পোর্টফোলিও তৈরি করছে। বিনিয়োগের অন্যান্য মাধ্যমের তুলনায় স্বর্ণ অনেকটা স্থিতিশীল এবং সংকটের সময় প্রতিরক্ষামূলক সম্পদ হিসেবে কাজ করে। এজন্য তরুণ ও প্রযুক্তি সচেতন বিনিয়োগকারীরা স্বর্ণ একটি দীর্ঘমেয়াদী সঞ্চয়ের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন।

তাই স্বর্ণ কেনা, বিক্রি করা ও সঞ্চয় করা, এমনকি ছোট অঙ্কে বিনিয়োগ করার সুযোগ করে দিতে নানা দেশে চালু হয়েছে বিভিন্ন ধরনের স্বর্ণ ক্রয়-বিক্রয় এবং স্বর্ণ সেভিংস অ্যাপ। ভারতে পেটিএম গোল্ড ও সেফ গোল্ড, অস্ট্রেলিয়ায় রাশ গোল্ড এবং দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আধুনিক অ্যাপের মাধ্যমে খুব সহজেই স্বর্ণে সঞ্চয় ও বিনিয়োগ করা যায়। এসব অ্যাপ ব্যবহার করে অল্প অঙ্কের টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যায় ও হালনাগাদ দামে কেনাবেচা করা যায়। ফলে উচ্চ খরচ, নিরাপত্তা ও স্বচ্ছতার অভাবের মতো সমস্যারও সম্মুখীন হতে হয় না। যেমন: বিনিয়োগকারীদের বিনিয়োগ পোর্টফোলিওতে বৈচিত্র্য আনার ক্ষেত্রে ভারতে পেটিএম গোল্ড গ্রহণযোগ্যতা পেয়েছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা সহজ কিছু ধাপ অনুসরণ করে গোল্ড কিনে সঞ্চয় করতে পারছেন।

বৈশ্বিক এই ট্রেন্ডের অংশ হিসেবে বাংলাদেশেও যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক মানের স্বর্ণ সেভিংস অ্যাপ– গোল্ড কিনেন। এই অ্যাপে মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে যেকোনো মূল্যের স্বর্ণ কেনা যায়। এতদিন বাংলাদেশে স্বর্ণে বিনিয়োগের সুযোগ মূলত উচ্চ আয়ের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকলেও উদ্ভাবনী এসব প্ল্যাটফর্মের কারণে এই বিনিয়োগ এখন সবার সামর্থের মধ্যে। এই অ্যাপের মাধ্যমে যে কেউ, যেকোনো সময়, দেশের যেকোনো স্থান থেকে নিজের সাধ্য অনুযায়ী স্বর্ণে সঞ্চয় করতে পারবে, যা গোল্ড- বার বা কয়েন আকারে যেকোনো সময় উত্তোলনও করা যাবে।

অ্যাপে প্রতিদিনের আন্তর্জাতিক বাজারের হালনাগাদ দাম অনুযায়ী স্বর্ণের দাম আপডেট করা হয়, যেন ক্রেতারা সঠিক দামে লেনদেন করতে পারেন। ঝুঁকি এড়াতে ও সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতে, তাদের কেনা স্বর্ণ আন্তর্জাতিক মানের ব্যাংক-গ্রেইড ভল্ট সিকিউরেক্স দ্বারা নিয়ন্ত্রিত এবং গ্রিন ডেল্টা ইন্সুরেন্স দ্বারা বীমাকৃত ভল্টে সুরক্ষিত অবস্থায় সঞ্চিত রাখা হয়। এছাড়াও, অ্যাপটির মাধ্যমে গোল্ড কিনে সঞ্চয় ও বিক্রি উভয়ই করা যায়।

অ্যাপটির ব্যবহারকারী-বান্ধব ডিজাইনের ফলে নতুন ব্যবহারকারীরাও খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে স্বর্ণে সঞ্চয় এবং বিনিয়োগ করতে পারবেন। বাংলাদেশে এই অ্যাপটি মানুষের জন্য স্বর্ণে বিনিয়োগ এবং সঞ্চয়কে আরও সহজ করে তোলার জন্য কাজ করে যাচ্ছে।

সবার জন্য বিকল্প আর্থিক সুরক্ষা ব্যবস্থা তৈরির মাধ্যমে এ ধরনের বিনিয়োগ নতুন মাত্রা যুক্ত করেছে। এর মাধ্যমে স্বর্ণের মতো একটি মূল্যবান ধাতুকে মানুষের হাতের নাগালে নিয়ে এসে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। বাংলাদেশের বাজারে এ ধরনের উদ্যোগ খুবই সময়োপযোগী। কারণ, এখানে সঞ্চয়ের প্রবণতা থাকলেও বিনিয়োগের সুযোগ সীমিত। দেশের প্রেক্ষাপটে তাই এটি শুধু একটি অ্যাপ নয়, বরং তরুণ প্রজন্মের জন্য সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিতের এক আধুনিক মাধ্যম।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • তাইওয়ান স্মার্ট এগ্রিউইক এক্সপোতে যাচ্ছে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল
  • সংকটে থাকা আরও ৩ ব্যাংকের সম্পদের মান যাচাই শুরু
  • রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলারের কাছাকাছি
  • রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩০.২৫ বিলিয়ন ডলারে
  • প্রথম দিনেই ১০ হাজারের বেশি অনলাইনে রিটার্ন দাখিল
  • ২০২৫ এর তৃতীয় প্রান্তিকে ভিসার আয় বেড়েছে ১০.২ বিলিয়ন ডলার
  • ৫ আগস্ট বন্ধ থাকবে পোশাক কারখানা
  • Copy link
    URL has been copied successfully!