বিভিন্ন দেশে গুগলের পরিষেবা বন্ধ
দক্ষিণ-পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশের লাখ লাখ ব্যবহারকারী গুগল পরিষেবা ব্যবহার করতে পারছে না বলে জানা গেছে। টেলিযোগাযোগ বিভ্রাট পর্যবেক্ষক ডাউনডিটেক্টর জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০.০০ টা থেকে ইউটিউব, জিমেইল, ক্রোম, ম্যাপস, গুগল ট্রান্সলেট এবং অন্যান্য গুগল পরিষেবাগুলোতে অ্যাক্সেস পেতে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা।
ট্র্যাকার ওয়েবসাইট আউটরেজ.রির্পোট লিখেছে, তুরস্ক, বুলগেরিয়া, গ্রীস, জর্জিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, রোমানিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, আর্মেনিয়া, আজারবাইজান এবং অন্যান্য ১৬টি দেশ থেকে গুগল বিভ্রাটের খবর পাওয়া গেছে।
কিছু ব্যবহারকারী রিপোর্ট করছেন যে সুইডিশ অডিও স্ট্রিমিং পরিষেবা স্পটিফাইও এই বিভ্রাটের কারণে প্রভাবিত হয়েছে।
তবে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেটেড এ বিষয়ে কোনা মন্তব্য করেনি। সূত্র: আনাদোলু
সম্পর্কিত সংবাদ
৮ জিবি র্যামের ফোন দাম মাত্র ৫৫০০
কম বাজেটে ভালো পারফরম্যান্সের স্মার্টফোন খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য ভারতীয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান Lava নিয়েবিস্তারিত…
এখন স্মার্টওয়াচেই চলবে হোয়াটসঅ্যাপ
অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য বড় সুখবর! জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ অবশেষে নিয়ে এলো এমন একটিবিস্তারিত…
