বিভিন্ন দেশে গুগলের পরিষেবা বন্ধ

দক্ষিণ-পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশের লাখ লাখ ব্যবহারকারী গুগল পরিষেবা ব্যবহার করতে পারছে না বলে জানা গেছে। টেলিযোগাযোগ বিভ্রাট পর্যবেক্ষক ডাউনডিটেক্টর জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০.০০ টা থেকে ইউটিউব, জিমেইল, ক্রোম, ম্যাপস, গুগল ট্রান্সলেট এবং অন্যান্য গুগল পরিষেবাগুলোতে অ্যাক্সেস পেতে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা।
ট্র্যাকার ওয়েবসাইট আউটরেজ.রির্পোট লিখেছে, তুরস্ক, বুলগেরিয়া, গ্রীস, জর্জিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, রোমানিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, আর্মেনিয়া, আজারবাইজান এবং অন্যান্য ১৬টি দেশ থেকে গুগল বিভ্রাটের খবর পাওয়া গেছে।
কিছু ব্যবহারকারী রিপোর্ট করছেন যে সুইডিশ অডিও স্ট্রিমিং পরিষেবা স্পটিফাইও এই বিভ্রাটের কারণে প্রভাবিত হয়েছে।
তবে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেটেড এ বিষয়ে কোনা মন্তব্য করেনি। সূত্র: আনাদোলু
সম্পর্কিত সংবাদ

ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়াতে এই ১০টি নিয়ম মানুন
ল্যাপটপ এখন কাজ, পড়াশোনা ও বিনোদনের অপরিহার্য যন্ত্র। তবে অনেক সময় ব্যবহারকারীরা এমন কিছু ভুলবিস্তারিত…

হোয়াটসঅ্যাপে হাই-রেজুলেশনের ছবি পাঠানোর উপায়
আমরা হোয়াটসঅ্যাপে (WhatsApp) অনেক সময় যে ছবি পাঠাই, সেগুলোর মান ভালো নয়। তথ্য সংরক্ষণ করারবিস্তারিত…