হ্যাকারদের হানায় বিপদের মুখে কয়েক কোটি জিমেইল ব্যবহারকারী

বিশ্বের প্রায় ২.৫ বিলিয়ন জিমেইল ব্যবহারকারীকে গুগল জরুরি সতর্কবার্তা দিয়েছে। হ্যাকারদের আক্রমণ থেকে রক্ষা পেতে অবিলম্বে পাসওয়ার্ড পরিবর্তন এবং দুই ধাপ যাচাইকরণ (2SV) চালু করার পরামর্শ দেওয়া হয়েছে।

মেসেজিং অ্যাপের দুনিয়ায় যেমন হোয়াটসঅ্যাপ জনপ্রিয়, তেমনি ই-মেলে গুগলের জিমেইল সবচেয়ে বেশি ব্যবহৃত। এটি এত বেশি ব্যবহৃত হয় যে মেল বললেই গুগলের ইনবক্স চোখের সামনে ভেসে ওঠে। তাই হ্যাকিংয়ের প্রধান লক্ষ্যও জিমেইল।

হ্যাকারদের কৌশল
বিখ্যাত হ্যাকিং গ্রুপ শাইনি হান্টার্স এই আক্রমণের পেছনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০২০ সাল থেকে সক্রিয় এই গ্রুপ ইতিমধ্যেই AT&T, Microsoft, Santander এবং Ticketmaster-এর মতো বড় কোম্পানির তথ্য ফাঁস করেছে।

সবচেয়ে সাধারণ কিন্তু বিপজ্জনক পদ্ধতি হলো ফিশিং ই-মেইল। ব্যবহারকারীরা এসব ভুয়া মেলে ক্লিক করলে ভুয়া লগইন পেজে চলে যান এবং নিজের পাসওয়ার্ড ও নিরাপত্তা কোড লিখে ফেলেন। ফলে সহজেই অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়।

গুগলের প্রতিরোধমূলক সতর্কতা
গত জুনে গুগল একটি ব্লগ পোস্টে জানায়, শাইনি হান্টার্স তাদের নিজস্ব ডেটা ফাঁসের সাইট চালু করতে পারে। কয়েক সপ্তাহ পরে, ৮ আগস্ট, গুগল ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের ই-মেল পাঠিয়ে তাদের অ্যাকাউন্ট অবিলম্বে সুরক্ষিত করার পরামর্শ দিয়েছে।

দুই ধাপ যাচাইকরণ (2SV) কেন জরুরি?
দুই ধাপ যাচাইকরণ অ্যাকাউন্টে একটি অতিরিক্ত সুরক্ষা স্তর তৈরি করে। পাসওয়ার্ড পেলেও লগইন করতে হলে ব্যবহারকারীর মোবাইল বা অন্য ডিভাইসে পাঠানো একবার ব্যবহারযোগ্য কোড লাগবে। ফলে হ্যাকারদের জন্য অ্যাকাউন্টে ঢোকা প্রায় অসম্ভব হয়ে যায়।

যুক্তরাজ্যের অ্যাকশন ফ্রড এজেন্সিও একই পরামর্শ দিয়েছে
‘আপনার ই-মেল অ্যাকাউন্ট সুরক্ষিত করার সবচেয়ে সহজ উপায় হলো দুই ধাপ যাচাইকরণ চালু করা। এটি হ্যাকারদের থামাতে সাহায্য করবে, এমনকি তাদের কাছে আপনার পাসওয়ার্ড থাকলেও।’

2SV কীভাবে চালু করবেন?
এটি চালু করা একেবারেই সহজ। ব্যবহারকারীকে কেবল নিজের জিমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা সেটিংস-এ গিয়ে এটি অ্যাকটিভেট করতে হবে। দুই ধাপ যাচাইকরণকে অনেক সময় ২এফএ (2FA) বা বহুমুখী যাচাইকরণ (MFA) নামেও ডাকা হয়। এই ফিচারটি শুধু ই-মেলে নয়, ব্যাঙ্কিং, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন শপিং অ্যাকাউন্টেও কার্যকর।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • এই সস্তার ফোনে পাবেন ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি
  • এই প্রথম ১২ জিবি র‌্যামের ফোন আইফোন আনছে অ্যাপল
  • বিভিন্ন দেশে গুগলের পরিষেবা বন্ধ
  • মোবাইল ফোন কে আবিষ্কার করেন
  • সবচেয়ে বড় ডিসপ্লের স্মার্টফোন!
  • ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা, অ্যাপলের সতর্কবার্তা
  • টেকনো স্পার্ক ৪০ সিরিজ: দেশের বাজারে টেকনোর নতুন ফোন
  • Copy link
    URL has been copied successfully!