তাইওয়ান স্মার্ট এগ্রিউইক এক্সপোতে যাচ্ছে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল

আগামী ৩-৫ সেপ্টেম্বর তাইওয়ানে অনুষ্ঠিতব্য ‘তাইওয়ান স্মার্ট এগ্রিউইক এক্সপো ২০২৫’-এ অংশগ্রহণের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি বাণিজ্য প্রতিনিধি দল তাইওয়ান যাচ্ছে। ডিসিসিআইর ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরীর নেতৃত্বে আট সদস্যের এই প্রতিনিধি দলটি আগামীকাল সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করবে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) ডিসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক্সপোতে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিষ্ঠানগুলো কৃষি ভ্যালুচেইনের বিভিন্ন পর্যায়ে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী প্রক্রিয়া ও স্মার্ট এগ্রো প্রসেসিং নিয়ে বিশ্বের শীর্ষ বিশেষজ্ঞ ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। ডিসিসিআই প্রতিনিধি দল কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, ফিড, কোল্ড-চেইন, এগ্রো-ফুড এবং টেকসই কৃষি খাতে প্রযুক্তিগত সহায়তা পাওয়ার লক্ষ্যে এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, পাঁচটি মূল নীতিকে ভিত্তি করে এবছর এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হলো— টেকসই উন্নয়ন, বাজার সম্প্রসারণ, অগ্রগতি, স্থিতিশীলতা এবং উন্নত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। প্রদর্শনীতে কৃষি খাতের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট সমাধান তুলে ধরা হবে। পাশাপাশি কৃষক থেকে ভোক্তা পর্যন্ত সম্পূর্ণ ভ্যালুচেইন ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সরঞ্জামও উপস্থাপন করা হবে।

প্রদর্শনীতে তাইওয়ানসহ এশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশের কৃষি বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা ও নীতিনির্ধারকরা অংশ নেবেন। সফরকালে ডিসিসিআই প্রতিনিধি দল তাইওয়ানের ব্যবসায়ীদের সঙ্গে বেশ কয়েকটি ব্যবসায়িক ম্যাচ-মেকিং বৈঠক করবে এবং বিভিন্ন কনফারেন্স ও মতবিনিময় সভায় অংশ নেবে। এসব কার্যক্রমের মাধ্যমে ডিসিসিআইর সদস্যভুক্ত প্রতিষ্ঠানসমূহ বৈশ্বিক টেকসই কৃষি ধারা সম্পর্কে অবগত হতে পারবে, যা তাদের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিনির্ভর সমাধান খুঁজতে সহায়ক হবে।

এই বাণিজ্য প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দরা হলেন; ডিসিসিআই’র পরিচালক ও মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশীদ মাইমুনুল ইসলাম, পরিচালক ও পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দৌল্লাহ, পরিচালক ও অ্যাডভান্স অফিস টেকনোলজি অ্যান্ড সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. মোসাররফ হোসেন, ফারমার্স মার্কেট এশিয়া’র ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু বকর, মেঘনা প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ জসীম এবং লাল তীর সিড লিমিটেডের পরিচালক তাজওয়ার মুহাম্মদ আওয়াল।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • অ্যাপ দিয়ে স্বর্ণে বিনিয়োগের সুযোগ
  • সংকটে থাকা আরও ৩ ব্যাংকের সম্পদের মান যাচাই শুরু
  • রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলারের কাছাকাছি
  • রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩০.২৫ বিলিয়ন ডলারে
  • প্রথম দিনেই ১০ হাজারের বেশি অনলাইনে রিটার্ন দাখিল
  • ২০২৫ এর তৃতীয় প্রান্তিকে ভিসার আয় বেড়েছে ১০.২ বিলিয়ন ডলার
  • ৫ আগস্ট বন্ধ থাকবে পোশাক কারখানা
  • Copy link
    URL has been copied successfully!