এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে চলতি মাসে বেশ কয়েক দিন ধরেই অনুশীলন ক্যাম্প করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। এই সময়ে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গেও কাজ করছে লিটন দাসরা।

এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে লিটন বলেন, ‘আগেও বললাম যে এখানকার কন্ডিশনের মতো ওখানেও হওয়ার চান্স আছে। তো কয়েকদিন ধরে প্র্যাকটিস করেছি। একটা ম্যাচও খেলেছি আমরা। আর আমরা জানি এখানকার কন্ডিশন কী হতে পারে এবং আমাদের প্লেয়াররাও সব জানে যে ওখানে কন্ডিশন কী হতে পারে। চেষ্টা করব কন্ডিশনটা কাজে লাগিয়ে যেন ম্যাচের রেজাল্ট বের করতে পারি।’

নেদারল্যান্ডস সিরিজে এক্সপেরিমেন্টের সুযোগ থাকছে কি না? এমন প্রশ্নের জবাবে লিটন বললেন, ‘না! দেখেন যেকোনো ইন্টারন্যাশনাল ম্যাচই আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। নেদারল্যান্ডও ভালো টিম। হয়তোবা তারা এই কন্ডিশনে খুব একটা খেলে না। তবে যদি ভালো উইকেটে ক্রিকেট হয়, তারা ভালো উইকেটে ক্রিকেট খেলে অভ্যস্ত। তাই দুই সাইডেই চ্যালেঞ্জ থাকবে… আর অবশ্যই যদি এশিয়া কাপের আগে আমাদের হাতে ওই সুযোগ থাকে কিছু ক্রিকেটার দেখার, আমরা দেখব। তবে এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। আপনাকে জেতার জন্যই যেতে হবে।’

পাওয়ার হিটিং কোচ নিয়ে লিটন বলেন, ‘এক-দুই দিন বা সেশনে আপনি আসলে খুব একটা ডেভেলপ করতে পারবেন না। আমরা যারা ক্রিকেট এখানে খেলি, অলমোস্ট সাত-আট বছর ধরে হয়ে গেছে, কারো কারো ১০ বছর হয়ে গেছে। তো সবার একটা প্যাটার্ন তো থাকে। যে যার প্যাটার্নে ক্রিকেট খেলতেছে। তার ভেতরে চেষ্টা করতেছে যে ভিন্ন কিছু আনার জন্য।’

‘বাট এটা দেখা যাবে আপনার একটু সময় দিতে হবে। কোনো কিছু তো এক-দুইদিনে চেঞ্জ হয়ে যায় না। যদি একটু সময় কন্টিনিউ আমরা ওই ফোকাসে থাকতে পারি, হয়তবা অদূর ভবিষ্যতে পরিবর্তন হবে।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • নতুন কোচ নিয়োগ দিল লেভারকুজেন
  • গ্রেস জেওরো হলেন সবচেয়ে দামি নারী ফুটবলার
  • লিটনের ফিফটিতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
  • ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা হারাল বাংলাদেশ
  • এশিয়া কাপ খেলতে ভারত গেল বাংলাদেশ
  • ধোনির বিরুদ্ধে বড় অভিযোগ সাবেক ক্রিকেটারের
  • হারে চ্যাম্পিয়ন্স লিগ শুরু আফিদাদের
  • Copy link
    URL has been copied successfully!