এশিয়া কাপ খেলতে ভারত গেল বাংলাদেশ
পাকিস্তান নিরাপত্তাজনিত কারণে এএইচএফ মেনস হকি এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোয় মিলেছে বাংলাদেশের সামনে নতুন সুযোগ। এই সুযোগে টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ হকি দল।
আজ (২৬ আগস্ট) সকালে দলটি ভারত সফরে রওনা দিয়েছে। আগামী ২৯ আগস্ট ভারতের বিহার রাজ্যে শুরু হবে এই প্রতিযোগিতা।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এএইচএফ কাপে তৃতীয় হয়ে এশিয়া কাপে সরাসরি জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। তবে পাকিস্তান সরে যাওয়ায় রিজার্ভ দল হিসেবে সুযোগ মিলেছে লাল-সবুজদের সামনে।
টুর্নামেন্টের জন্য মাত্র ১৪ দিনের প্রস্তুতি নিতে পেরেছে দল। তা সত্ত্বেও আশাবাদী প্রধান কোচ মশিউর রহমান বিপ্লব। তিনি বলেন,’ছেলেরা শেষ ১৪ দিনে সর্বোচ্চ চেষ্টা করেছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব।’
এশিয়া কাপে বাংলাদেশ রয়েছে ‘পুল বি’-তে। প্রতিপক্ষ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং চাইনিজ তাইপে। আগামী বুধবার কাজাখস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, ম্যাচটি হবে দুই কোয়ার্টার পর্বে। প্রস্তুতি ম্যাচ শেষে মূল আসরে লড়াইয়ে নামবে লাল-সবুজ বাহিনী।
সম্পর্কিত সংবাদ
ম্যারাডোনা ছাড়াও মেসির কাছে সর্বকালের সেরা যারা
বিশ্ব ফুটবলের সুপারস্টার লিওনেল মেসি। সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় তিনি থাকবেন অবশ্যই। কিন্তু মেসির কাছেবিস্তারিত…
নারী বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি
ক্রীড়া ডেস্ক :: নারী ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়েছে। অস্ট্রেলিয়া-ভারত এবং দক্ষিণ আফ্রিকা ওবিস্তারিত…
