জুলাই গণঅভ্যুত্থান দিবসে ক্রীড়াঙ্গনে নানা আয়োজন
ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। জনগণের আন্দোলনের সাফল্য ও তৎকালীন সরকার পতনের এক বছর পূর্তি আজ (৫ আগস্ট। দেশে নানাভাবে দিনটিকে স্মরণ করা হয়েছে। অন্য অনেক ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও নানা আয়োজন ছিল জুলাই গণঅভ্যুত্থান দিবসে।
কাবাডি ফেডারেশন আজ নারী ও পুরুষ দুই বিভাগেই দু’টি প্রীতি ম্যাচ আয়োজন করে। যেখানে জাতীয় নারী খেলোয়াড়দের নিয়ে গড়া সবুজ দল ৪০-১৮ পয়েন্টে জয়লাভ করে লাল দলের বিপক্ষে। যুব এশিয়ান গেমসের পুরুষ খেলোয়াড়রা দুই দলে ভাগ হয়ে খেলেন। সেই ম্যাচে হলুদ দল ৩১-১৯ পয়েন্টে লাল দলকে হারায়।
টেনিস ফেডারেশন ‘জাগো জুলাই’ নামে আনুষ্ঠানিক টুর্নামেন্টই আয়োজন করে। পাঁচ দিন ব্যাপী টুর্নামেন্টে আজ ছিল সমাপনী দিন। সমাপনী দিনে পুরুষ এককে নাটোর টেনিস ক্লাবের রুস্তম আলী ও নারী এককে ঝালকাঠির সুমাইয়া চ্যাম্পিয়ন হয়। সাঁতার ফেডারেশন সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা আয়োজন করেছিল। বাংলাদেশ বিমান বাহিনী ও যুব বিশ্বকাপের ক্যাম্পে অবস্থিত খেলোয়াড়দের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করে হকি ফেডারেশন।
এ ছাড়া তায়কোয়ান্দো ফেডারশেন র্যালি এবং শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে বেসবল-সফটবল ফেডারেশনে। কোনো ফেডারেশন প্রীতি ম্যাচ, টুর্নামেন্ট কিংবা র্যালি করেছে, কিন্তু দেশের দুই শীর্ষ ক্রীড়া সংগঠন ফুটবল ও ক্রিকেটের কোনো কর্মকাণ্ড বা আয়োজনের খবর তারা গণমাধ্যমে দেয়নি।
সম্পর্কিত সংবাদ
নারী বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি
ক্রীড়া ডেস্ক :: নারী ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়েছে। অস্ট্রেলিয়া-ভারত এবং দক্ষিণ আফ্রিকা ওবিস্তারিত…
মিয়ামিতেই থাকছেন মেসি, করলেন নতুন চুক্তি
ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়,বিস্তারিত…
