সাধারণ সর্দি-কাশি নাকি নিউমোনিয়া, বুঝবেন যেভাবে

কখনো অবিরাম বৃষ্টি, কখনো কড়কড়ে রোদ। আবহাওয়ার এমন খামখেয়ালিপনার কারণে ঘরে ঘরে এখন সর্দি-কাশি, জ্বরের রোগী। তবে কেবল সাধারণ জ্বর-সর্দি নয়, এসময় নিউমোনিয়া, টাইফয়েডের মতো জটিল স্বাস্থ্য সমস্যাতেও ভুগছেন অনেকেই।

স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নামক একটি ব্যাকটেরিয়ার সংক্রমণ নিউমোনিয়া রোগের অন্যতম কারণ। লক্ষণে মিল থাকায় অনেকেই সর্দি-কাশি নাকি নিউমোনিয়া তা বুঝে উঠতে পারে না। ফলে চিকিৎসা শুরু হতেও দেরি হয়ে যায়। নিউমোনিয়ার লক্ষণগুলো চলুন জেনে নিই-

নিউমোনিয়ার লক্ষণ
ব্যাকটেরিয়ার সংক্রমণে নিউমোনিয়া হয়ে থাকে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাদের সামান্য ঠান্ডা লাগা থেকে নিউমোনিয়া হয় না। কিন্তু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের নিউমোনিয়া হওয়ার আশঙ্কা থাকে। এক্ষেত্রে শিশু ও বৃদ্ধদের ঝুঁকি থাকে বেশি।

১. জ্বর:
নিউমোনিয়ার অন্যতম লক্ষণ হলো জ্বর। সেই সঙ্গে থাকে প্রচণ্ড কাশি। একটানা কাশি চলতেই থাকে। নিউমোনিয়া হলে সবচেয়ে বেশি ভোগায় শুকনো কাশি। তাই জ্বর আর কাশি যদি একটানা থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

২. শ্বাসকষ্ট
নিউমোনিয়ার আরও একটি উপসর্গ হলো শ্বাসকষ্ট। যদিও নিউমোনিয়া ছাড়া অন্য কারণেও শ্বাসকষ্ট হতে পারে। তবে শ্বাস নেওয়ার সময় যদি জোরে জোরে বুকে ব্যথা করে, তাহলে অবহেলা করবেন না।

৩. ক্ষুধামন্দা
নিউমোনিয়া হলে খাওয়ার ইচ্ছা একদমই চলে যায়। অরুচি দেখা দেয়। সারাক্ষণ বমি বমি ভাব থাকে। একইসঙ্গে প্রচণ্ড ক্লান্তি, ঝিমুনি ভাবও থাকে।

নিউমোনিয়ার ঝুঁকি কাদের বেশি?
কোমর্বিডিটি থাকলে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনির রোগে আক্রান্তদের নিউমোনিয়া হলে ভয় বেশি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায়, তখন নিউমোনিয়ার জীবাণু শরীরে দ্রুত ছড়াতে থাকে। তাই এসব লক্ষণ দেখলে আগে থেকে সাবধান হতে হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মাইগ্রেনের ব্যথা বাড়ায় পরিচিত ৩ সবজি, বলছে গবেষণা
  • শীতে লবঙ্গ চা খাওয়ার উপকারিতা
  • লিভার ভালো থাকে ‘ছোট্ট এই অভ্যাসে’, মানেন না অনেকেই
  • পেয়ারা খাওয়ার সঠিক সময় কোনটি?
  • স্মৃতিশক্তি ভালো রাখবে প্রতিদিনের এই ৭ অভ্যাস
  • যেসব খাবারে বাড়তে পারে থাইরয়েডের সমস্যা
  • ইলিশে মেলে যেসব উপকারিতা
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এই ৫ সবজি
  • Copy link
    URL has been copied successfully!