নির্ধারিত সময়েই নির্বাচন, আগামী ৫-৬ দিন খুবই ক্রুশিয়াল: প্রেস সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই হবে, এক দিনও দেরি হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একইসঙ্গে তিনি বলেন, ‘আগামী পাঁচ-ছয়টা দিন খুবই ক্রুশিয়াল (অত্যন্ত গুরুত্বপূর্ণ)।’

প্রেস সচিব বলেন, ‘আমরা সেই জায়গায় এখনো আছি। নির্বাচন একটা দিনও দেরি হবে না। আমরা আশা করি, খুবই উৎসবমুখর পরিবেশে ভালো একটা নির্বাচন হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হক। সংলাপটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

প্রেস সচিব বলেন, ‘আপনারা একটা বিষয়ে নিশ্চিত থাকেন, নির্বাচন দেরি হবে না। প্রফেসর ইউনূস যে সময় বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না।’

তিনি বলেন, ‘ড. ইউনূস প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথমে। তারপর আমরা লন্ডনে বলেছি যদি অনেকগুলো সংস্কার হয়, কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। আমরা সেই জায়গায় এখনো আছি। এটা একটা দিনও দেরি হবে না।’

প্রেস সচিব আরও বলেন, ‘প্রতি নির্বাচনে কিছু না কিছু ভায়োলেন্স হয়। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে, ভায়োলেন্সকে একেবারে জিরোতে নামিয়ে আনা।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
  • ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ
  • প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি
  • গুম থেকে জীবিত ফেরা ৭৫ শতাংশই জামায়াত-শিবিরের: গুম কমিশন
  • খালেদা জিয়া ছিলেন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধান উপদেষ্টা
  • আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
  • জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
  • ভোটের আগে কোনো উন্নয়ন প্রকল্প নয়: ইসি
  • Copy link
    URL has been copied successfully!