ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলনের তারিখ ঘোষণা

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের তারিখ পুনরায় নির্ধারণ করা হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আগামী ২৮ ও ২৯ জুলাই শুরু হবে এই সম্মেলন। শুক্রবার আরব নিউজকে কূটনীতিকরা নিশ্চিত করেছেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২৮ ও ২৯ জুলাই পুনরায় শুরু হবে, বিস্তারিত শীঘ্রই জানানো হবে।

এই সম্মেলনটি গত মাসের ১৭-২০ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য উচ্চস্তরের আন্তর্জাতিক সম্মেলন নামে অনুষ্ঠত হওয়ার কথা ছিল।

গত ১৩ জুন ইরান ও ইসরায়েলের সংঘাতের কারণে তা স্থগিত করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের আহ্বানে আয়োজিত সম্মেলনটি নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

এর লক্ষ্য হলো জরুরি ভিত্তিতে এমন সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা যা দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের দিকে পরিচালিত করবে এবং ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের অবসান ঘটাবে।

গত মাসে সম্মেলনটি স্থগিত করার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, লজিস্টিক এবং নিরাপত্তার কারণে সম্মেলনটি পিছিয়ে দেওয়া হচ্ছে।

তবে এটি ‘যত তাড়াতাতি সম্ভব’ অনুষ্ঠিত হবে বলেও আশ্বাস দেন তিনি। ম্যাক্রোঁ আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের সময় একটি ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

চলতি সপ্তাহে তিনি যুক্তরাজ্য কর্তৃপক্ষকে স্বীকৃত দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
  • ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ
  • মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা
  • ভারতে সেতুর একাংশ ভেঙে নদীতে পড়ল যানবাহন
  • তালেবানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা
  • বাংলাদেশিদের জন্য নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু করলো আমিরাত
  • রাশিয়ার পরিবহনমন্ত্রীকে বরখাস্ত করলেন পুতিন
  • Copy link
    URL has been copied successfully!