জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ তহবিল করছে বাংলাদেশ ব্যাংক

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসায় এ তহবিলের অর্থ ব্যয় হবে।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সহায়তায় ২৫ কোটি টাকা তহবিল গঠন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা দেবে, আর ভালো পারফরম্যান্সের ১১টি বাণিজ্যিক ব্যাংক ১ কোটি টাকা করে যোগান দেবে। প্রতিটি ব্যাংক নিজ নিজ বোর্ড সভায় অনুমোদন নিয়ে টাকা হস্তান্তর করবে।

জানা গেছে, পুরো অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা দীর্ঘদিন ধরে এ তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তা বাস্তবায়নের পথে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মাথাপিছু আয় বাড়ল ৮২ ডলার
  • ২৪ দিনে রেমিট্যান্স এলো ২.২৫ বিলিয়ন ডলার
  • পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা
  • ব্যাংকের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়া যাবে ৩১ মে পর্যন্ত
  • দেশব্যাপী মোজোর নাম্বার ওয়ান সেলিব্রেশন এক্সপ্রেশন
  • এলপি গ্যাসের দাম কমলো
  • এবি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
  • Copy link
    URL has been copied successfully!