‘ইউরোপ ফেরার পথ বন্ধ, বিশ্বকাপেই শেষ মেসি অধ্যায়ের’

বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা তারকা লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন অনেকদিন ধরেই চলছে। তবে এই গুঞ্জনে এবার জল ঢেলে দিলেন বার্সেলোনার সাবেক ফরাসি মিডফিল্ডার এমানুয়েল পেটিট। তার মতে, মেসির ইউরোপীয় অধ্যায় শেষ এবং বার্সেলোনায় ফেরার সম্ভাবনাও নেই বললেই চলে।
৩৮ বছর বয়সী মেসি বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। এর আগে তিনি প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) কাটিয়েছেন দুই মৌসুম। তারও আগে দীর্ঘ ১৬ বছর ছিলেন স্পেনের কাতালান ক্লাব বার্সেলোনায়, যেখানে তিনি গড়ে তুলেছিলেন নিজের ফুটবল সাম্রাজ্য।
পেটিট বলেন, ‘মেসির বার্সায় ফেরার বিষয়টি শুধুই গুঞ্জন। তার আগের পজিশনে এখন দারুণ পারফর্ম করছে লামিন ইয়ামাল। কোচ নিশ্চয়ই ইয়ামালের মতো তরুণ প্রতিভাকে বেঞ্চে বসিয়ে রাখবেন না। এছাড়া ১০ নম্বর জার্সিতে খেলানোর জন্য যদি মেসিকে মাঝমাঠে রাখা হয়, তাহলে বার্সেলোনা কীভাবে ২ জন মিডফিল্ডার নিয়ে খেলবে? সেটাও বাস্তবসম্মত নয়।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করি মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন এবং সেখান থেকেই অবসরে যাবেন। ঠিক যেমনটা রোনালদোর ক্ষেত্রেও হচ্ছে। তিনিও ইউরোপ ছেড়েছেন এবং এখন আর ফেরার সম্ভাবনা নেই। মেসির ক্ষেত্রেও ইউরোপের সময়টা মনে হচ্ছে শেষ হয়ে গেছে।’
সম্পর্কিত সংবাদ

হংকংকে ৩-০ গোলে হারিয়ে সেরা চারে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে এবারই প্রথম অংশগ্রহণ করছে বাংলাদেশ নারী হকি দল। প্রথম অংশগ্রহণেই টুর্নামেন্টের সুপারবিস্তারিত…

যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিবসহ ৯ বাংলাদেশি ক্রিকেটার
আগামী ৫ আগষ্ট থেকে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টি-টেন টুর্নামেন্ট পার সিক্সটি লিজেন্ডস লিগ। এইবিস্তারিত…