তালেবানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এবং দেশটির প্রধান বিচারপতি হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
মঙ্গলবার (০৮ জুলাই) এ পরোয়ানা জারি করে এক বিবৃতিতে আইসিসি বলেছে, ‘যদিও তালেবানরা সমগ্র আফগান জনসংখ্যার ওপর কিছু নিয়ম এবং নিষেধাজ্ঞা আরোপ করেছে, তারা বিশেষভাবে মেয়েদের এবং নারীদের তাদের মৌলিক অধিকার এবং স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে। যারমাধ্যমে নারীদের অধিকার ও স্বাধীনতা খর্ব করা হয়েছে।’
নেদারল্যান্ডসের হেগভিত্তিক আদালতটির বিচারকরা বলেছেন, ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে তালেবানরা মেয়েদের শিক্ষা, গোপনীয়তা এবং পারিবারিক জীবনের অধিকার এবং চলাফেরার, মত প্রকাশের, চিন্তাভাবনা, বিবেক এবং ধর্মের স্বাধীনতা থেকে ‘গুরুতরভাবে বঞ্চিত’, যা লিঙ্গভিত্তিক মানবতাবিরোধী অপরাধ।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানাগুলো ২০২৪ সালের ৩১ জানুয়ারিতে জারি করা হয়েছিল, তবে প্রকাশ করা হয়নি। সম্প্রতি নারীদের ওপর তালেবানের বিধিনিষেধ কঠোর হয়েছে। এ পরিস্থিতিতে ন্যায়বিচারের স্বার্থে এই গ্রেফতারি পরোয়ানা প্রকাশের সিদ্ধান্ত নেন বিচারকরা।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান শাসন ফিরে আসার পর থেকেই নারী অধিকার হুমকির মুখে। বিশেষ করে শিক্ষার অধিকার, কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং পাবলিক স্পেসে তাদের প্রবেশাধিকার থেকে কেড়ে নেওয়া হয়েছে। জাতিসংঘ এতে লিঙ্গবৈষম্য বা লিঙ্গ বর্ণবাদ আখ্যা দিয়েছে।
সম্পর্কিত সংবাদ

বাংলাদেশিদের জন্য নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু করলো আমিরাত
পেশাজীবীদের জন্য নিজেদের আবাসন কর্মসূচির শর্ত শিথিল করে নতুন ধরনের গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত…

রাশিয়ার পরিবহনমন্ত্রীকে বরখাস্ত করলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পরিবহনমন্ত্রী রোমান স্টারোভয়েটকে বরখাস্ত করে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। সোমবারবিস্তারিত…