নাটক নির্মাণে শামিনুর রহমান

চলচ্চিত্র অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী। বাংলা চলচ্চিত্রের খুবই পরিচিত একটি নাম। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন একটি কাজ। আর সেই কাজটিই তিনি করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে।
২০০৬ সালে ‘রঙিন চশমা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। তারপর আর পেছনে ফেরেননি। এরইমধ্যে প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
অভিনয়ের পাশাপাশি নিজের ইউটিউবের জন্য কনটেন্ট নির্মাণ করছেন এই অভিনেতা। এবার নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন চিকন আলী। নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সি এ কমেডি টিভি’-এর জন্য নিয়মিত নির্মাণ করবেন।
এ প্রসঙ্গে চিকন আলী বলেন, ‘এখন চলচ্চিত্রে কাজ কম। আমরা যারা এই আয়ের ওপর নির্ভরশীল তাদের কাজ কম থাকায় বেশ বিপাকে পড়তে হয়। সেই ভাবনা থেকে ইউটিউবের জন্য নির্মাণের পরিকল্পনা করি। এখানে স্বাধীনভাবে অভিনয় করা যায়। কমেডি ঘরানার গল্পে দর্শকদের আগ্রহ বেশি থাকে। কারণ প্রতিটি দর্শকই গ্রামের মানুষ। তারা দিনশেষে গ্রামটাকে খুব পছন্দ করেন। বাস্তব জীবনে ঘটে যাওয়া গল্পগুলো নিয়েই মেকিং করছি।’
সম্পর্কিত সংবাদ

আসছে ‘পঞ্চায়েত ৫’, প্রকাশ্যে পোস্টার
পরপর তিন কিস্তি ছক্কা মেরে চতুর্থ অধ্যায়েও দাপট ধরে রেখেছে ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। সদ্য মুক্তিপ্রাপ্তবিস্তারিত…

‘কৃষ ফোরে’ ট্রিপল রোলে দেখা যাবে হৃতিককে!
বলিউড অভিনেতা হৃতিক রোশান বর্তমানে তার আসন্ন ছবি ‘ওয়ার টু’ নিয়ে শিরোনামে রয়েছেন। এটি হতেবিস্তারিত…