হংকংকে ৩-০ গোলে হারিয়ে সেরা চারে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে এবারই প্রথম অংশগ্রহণ করছে বাংলাদেশ নারী হকি দল। প্রথম অংশগ্রহণেই টুর্নামেন্টের সুপার ফোরে উঠেছে। আজ গ্রুপের শেষ ম্যাচে হংকংকে হারিয়ে বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়েছে।
বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ১১-০ গোলে হেরেছিল। পরের ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারায়। আজ একই ব্যবধানে হংকংকে পরাজিত করেছে।
এ গ্রুপের চার দলের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলবে। সুপার ফোরে একে অন্যের মুখোমুখি হবে এরপর শীর্ষ দুই দল ফাইনাল অন্য দুই দল তৃতীয় স্থানের জন্য লড়বে।
বাংলাদেশ আজ চীনের দাজহুতে হংকংয়ের মুখোমুখি হয়েছিল। প্রথম দুই কোয়ার্টার গোলশূন্য ছিল। ৩৪ মিনিটে কনা ফিল্ড গোল করে লিড আনেন। এই কোয়ার্টারে রিয়ার গোলে বাংলাদেশের আধিপত্য সুপ্রতিষ্ঠিত হয়।
হংকং খেলায় ফেরার জন্য শেষ কোয়ার্টারে মরিয়া ছিল। ৫৭ মিনিটে অধিনায়ক রিমন পেনাল্টি কর্ণার থেকে গোল করলে বাংলাদেশের জয় ছিল সময়ের অপেক্ষা। আম্পায়ারের শেষ বাঁশির সঙ্গে বাংলাদেশ দল উল্লাসে মাতে।
সম্পর্কিত সংবাদ

‘ইউরোপ ফেরার পথ বন্ধ, বিশ্বকাপেই শেষ মেসি অধ্যায়ের’
বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা তারকা লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন অনেকদিন ধরেই চলছে। তবেবিস্তারিত…

যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিবসহ ৯ বাংলাদেশি ক্রিকেটার
আগামী ৫ আগষ্ট থেকে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টি-টেন টুর্নামেন্ট পার সিক্সটি লিজেন্ডস লিগ। এইবিস্তারিত…