‘কৃষ ফোরে’ ট্রিপল রোলে দেখা যাবে হৃতিককে!

বলিউড অভিনেতা হৃতিক রোশান বর্তমানে তার আসন্ন ছবি ‘ওয়ার টু’ নিয়ে শিরোনামে রয়েছেন। এটি হতে চলেছে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি। এই ছবিটি পুরোটাই অ্যাকশনে ভরপুর। এদিকে ভক্তরা এবার হৃতিকের‘কৃষ ফোর’রে জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, সিনেমার অন্যতম সুপারহিট সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অংশে প্রিয়াঙ্কা চোপড়া প্রত্যাবর্তন করতে পারেন। প্রিয়াঙ্কা ছাড়াও প্রীতি জিনতা এবং প্রবীণ অভিনেত্রী রেখাকেও ‘কৃষ ফোরে’ দেখা যেতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, হৃতিক এই ছবিতে ট্রিপল রোল করতে চলেছেন। ইন্সট্যান্ট বলিউডের প্রতিবেদন অনুসারে, এই ছবিতে কৃষকে বিভিন্ন টাইমলাইনে দেখানো হবে।

ছবিটিকে অতীত এবং ভবিষ্যতের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তবে ছবিটিকে পারিবারিক আবেগ এবং সম্পর্কের উপর ভিত্তি করেই তৈরি করা হবে।

যদিও চিত্রনাট্য বা গল্পের বিষয়ে কোনও বড় আপডেট আসেনি, তবে নিশ্চিত করা হয়েছে যে, হৃতিক রোশন নিজেই প্রথম বারের মতো পরবর্তী অংশটি পরিচালনা করতে চলেছেন। ছবিতে টাইম ট্রাভেলের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

চিত্রনাট্য যাতে উন্নত মানের হয়, তার জন্য হৃতিক লেখক এবং আদিত্য চোপড়ার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করছেন। ২০২৬ সালের প্রথম দিকে ছবিটির শুটিং শুরু হতে পারে বলে খবর। ‘কোই মিল গয়া’ মুক্তির ২৩ বছর পর ‘কৃষ ফোরে’-এ ‘জাদু’রও প্রত্যাবর্তন ঘটতে পারে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • সরকারি অনুদান পাচ্ছে রেকর্ডসংখ্যক সিনেমা
  • তাণ্ডবের শুটিংয়ে গোপনে তাণ্ডব চালিয়েছিলেন শাকিব
  • অনলাইনে জুয়া কাণ্ডে অভিযুক্ত সোনু-উর্বর্শী
  • শাকিবকে নিয়ে কিছু বলতেই ভয় হয় : অপু বিশ্বাস
  • হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে জাহিদ হাসান
  • শো বাড়ল ‘তাণ্ডব’-এর
  • শয়তানরূপী সিয়াম মাথা নষ্ট করে দিয়েছে: প্রিন্স মাহমুদ
  • Copy link
    URL has been copied successfully!