লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠন নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতার ২৭

যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামে পরিচিত একটি সংগঠনকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণার একদিন পর শনিবার (০৫ জুলাই) লন্ডনে ওই সংগঠনের সমর্থনে বিক্ষোভ করার দায়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক এক্স বার্তায় জানায়, ‘প্যালেস্টাইন অ্যাকশন সমর্থনে পার্লামেন্ট স্কয়ারে একটি বিক্ষোভে আমাদের সদস্যরা পদক্ষেপ নিচ্ছেন। এই সংগঠনটি এখন নিষিদ্ধ এবং তাদের প্রতি সমর্থন জানানো অপরাধের সন্দেহে ২০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার হয়েছে।’
‘ডিফেন্ড আওয়ার জুরি’ নামে একটি প্রচার সংগঠন জানিয়েছে, একাধিক স্বাস্থ্যকর্মীসহ প্রায় ২৭ জনকে সন্ত্রাস আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে। তারা কার্ডবোর্ডে লেখা প্ল্যাকার্ড বহন করছিলেন, যেখানে লেখা ছিল, ‘আমি গণহত্যার বিরোধী। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।’
শুক্রবার লন্ডন পুলিশ সতর্ক করেছিল, মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা কার্যকর হলে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর প্রতি সমর্থন প্রকাশ অপরাধ হিসেবে গণ্য হবে। স্লোগান দেওয়া, সংগঠনের প্রতীকী পোশাক পরা, পতাকা, চিহ্ন বা লোগো বহন করা ইত্যাদি এর মধ্যে পড়বে।
বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টে নিষেধাজ্ঞা অনুমোদিত হয় এবং শুক্রবার এটি আইনে পরিণত হয়। ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটি নিষেধাজ্ঞাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে আখ্যা দিয়েছে।
ব্রিটিশ সরকার জানায়, পূর্ববর্তী সপ্তাহে প্যালেস্টাইন অ্যাকশন-এর কিছু সদস্য দেশটির দক্ষিণাঞ্চলের একটি বিমানঘাঁটিতে অনুপ্রবেশ করে দুইটি সামরিক বিমানকে লাল রঙে রাঙিয়ে দেয়। এতে আনুমানিক ৭ মিলিয়ন পাউন্ড (প্রায় ৯.৫৫ মিলিয়ন ডলার) ক্ষতি হয়। সেই ঘটনায় যুক্ত চার অ্যাক্টিভিস্টকে আদালতের নির্দেশে আটক রাখার নির্দেশ দেওয়া হয়।
নিষেধাজ্ঞা অনুযায়ী, এখন থেকে সংগঠনটির সদস্য হওয়া কিংবা প্রকাশ্যে সমর্থন জানানো অপরাধ হিসেবে গণ্য হবে, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড। এবং জরিমানা। ব্রিটেন সন্ত্রাসবিরোধী আইনের অধীনে এখন পর্যন্ত ৮১টি গোষ্ঠীকে নিষিদ্ধ করেছে, যার মধ্যে রয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা এবং আইএসও রয়েছে। সূত্র: এএফপি
সম্পর্কিত সংবাদ

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ
ঈদুল আজহা উপলক্ষে দেশে টানা ১০ দিন ছুটি। এই ছুটিতে বন্ধ থাকবে ব্যাংক। এ জন্যবিস্তারিত…

মাথাপিছু আয় বাড়ল ৮২ ডলার
দেশে মানুষের মাথাপিছু আয় বেড়েছে ৮২ ডলার। চলতি অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২০বিস্তারিত…