চোখ ও কানের সুস্থতার জন্য যে দোয়া পড়বেন

মানবদেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গই আল্লাহর একেকটি অমূল্য নেয়ামত। তার মধ্যে চোখ ও কান (দৃষ্টি ও শ্রবণশক্তি) দুটি বিশেষ নেয়ামত, যার গুরুত্ব উপলব্ধি করতে পারেন সেইসব মানুষ, যারা এ দুটির অভাবে রয়েছেন বা সমস্যায় ভুগছেন। তাই শুধু যত্ন-সাবধানতাই নয়, বরং ইসলাম আমাদের শিখিয়েছে এই নেয়ামতগুলো রক্ষায় আল্লাহর কাছে দোয়া করতে। হাদিসে চোখ ও কানের সুস্থতার জন্য কিছু গুরুত্বপূর্ণ দোয়া এসেছে, যা আমাদের নিয়মিত পাঠ করা উচিত।

চোখ ও কানের সুস্থতার জন্য রাসুলুল্লাহ (স.)-এর দোয়া
দোয়া: اللّهمَّ عافِنِي فِي بَدَنِي، اللهمَّ عافِنِي فِي سَمْعِي، اللهمَّ عافِنِي فِي بَصَرِي، لا إلهَ إلا أنتَ
উচ্চারণ: আল্লাহুম্মা আ-ফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আ-ফিনি ফি সাম’ই, আল্লাহুম্মা আ-ফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা।
অর্থ: হে আল্লাহ! আপনি আমার দেহ, শ্রবণশক্তি এবং দৃষ্টিশক্তিকে সুস্থ রাখুন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই। (আবু দাউদ: ৫০৯০)

এই দোয়া সম্পর্কে হাদিসে এসেছে, আব্দুর রহমান ইবনে আবু বকর (রা.) বলেন, ‘আমি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আমার পিতাকে এই দোয়া তিনবার পড়তে শুনতাম।’ যখন তিনি কারণ জিজ্ঞেস করেন, তখন পিতা উত্তর দেন, ‘আমি রাসুলুল্লাহ (স.)-কে এই দোয়া করতে শুনেছি। তাই আমিও তা নিয়মিত পাঠ করি।’

চোখে সমস্যা দেখা দিলে বিশেষ দোয়া
যদি চোখে কোনো ব্যথা, অস্বস্তি বা অসুস্থতা দেখা দেয়, তাহলে কোরআন-সুন্নাহ অনুসারে বিশেষ কিছু দোয়া রয়েছে, যেগুলো পড়া নবীজির শিক্ষা।

দোয়া: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي، وَمِنْ شَرِّ بَصَرِي، وَمِنْ شَرِّ لِسَانِي، وَمِنْ شَرِّ قَلْبِي، وَمِنْ شَرِّ مَنِيِّي
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি সাম’ই, ওয়া মিন শাররি বাসারি, ওয়া মিন শাররি লিসানি, ওয়া মিন শাররি কালবি, ওয়া মিন শাররি মানিয়্যি।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই আমার কানের, চোখের, জবানের, অন্তরের ও বীর্যের অপকারিতা থেকে। (আবু দাউদ: ১৫৫১)

হজরত আহমাদ ইবনে হুমাইদ (রা.) বলেন, তিনি নবীজি (স.)-কে বলেছিলেন- ‘হে আল্লাহর রাসুল! আমাকে দোয়া শিখিয়ে দিন।’ তখন রাসুলুল্লাহ (স.) তাঁকে এই দোয়াটি শিখিয়ে দেন।

শুধু চোখের জন্য সংক্ষিপ্ত দোয়া
যাঁরা চোখের সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য সংক্ষিপ্তভাবে দোয়া পড়ার অবকাশ রয়েছে। নিচের দোয়াটি পড়তে পারেন।

দোয়া: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ بَصَرِي
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি বাসারি।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আমার চোখের অপকারিতা থেকে আশ্রয় চাই। (সুনান আবু দাউদ: ১৫৫১)

চোখ ও কানের মতো গুরুত্বপূর্ণ নেয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা যেমন জরুরি, তেমনি তা রক্ষার জন্য দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়াও নবীজির শিক্ষা। রাসুলুল্লাহ (স.) যেসব দোয়া নিজে পড়তেন এবং সাহাবিদের শিখাতেন, সেগুলো নিয়মিত পাঠ করলে আল্লাহর রহমত বর্ষিত হবে এবং শরীর সুস্থ থাকবে ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির হেফাজত দান করুন এবং নিয়মিত এই দোয়াগুলো পড়ার তাওফিক দান করুন। আমিন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ঘরের ভেতরে কীভাবে গড়ে তুলবেন ভাইরাস-বিরোধী সুরক্ষা বলয়?
  • ঈদ রেসিপি: খাসির মাংসের বিরিয়ানি
  • ওষুধ ছাড়া উচ্চ রক্তচাপ কমানোর উপায়
  • হার্টের রোগীরা কতটুকু মাংস খেতে পারবেন
  • ওটস কাদের খাওয়া উচিত নয়
  • কাঁচা আম দিয়ে পুঁটিমাছের ঝোল
  • গর্ভাবস্থায় যে ৫ খাবার উপকারী
  • Copy link
    URL has been copied successfully!