আত্মহত্যা করেছে জনপ্রিয় অভিনেত্রীর ছেলে

ভারতের গুজরাট ইন্ডাস্ট্রির ছোটপর্দার অভিনেত্রীর ছেলে পান্ত আরতি মাকওয়ানা গতকাল বুধবার (২ জুন) সন্ধ্যায় আত্মহত্যা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৪ বছর। জানা গেছে, পশ্চিম মুম্বাইয়ের কাঁদিভালি থানা এলাকার একটি উচু ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন ওই শিশুটি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী , পান্ত আরতি মাকওয়ানা টিউশন ক্লাসে যেতে চাইছিল না, কিন্তু তার মা ক্লাসে যাওয়ার জন্য জোর করেন। মা ও ছেলের মধ্যে বিরোধের জেরে মানসিক চাপে পড়ে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পান্ত তার বাবা-মায়ের একমাত্র সন্তান। কয়েক বছর আগে পারিবারিক কলহের জেরে তার মা-বাবার বিবাহবিচ্ছেদ হয়।
এক পুলিশ কর্মকর্তা জানান, ‘ভবনের একজন বাসিন্দা অভিনেত্রীকে জানান যে একটি কিশোর ছেলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তিনি এসে দেখেন সেই কিশোরটি তার নিজের ছেলে।’
গুজরাটের কাঁদিভলি থানার পুলিশ রবি আদানে বলেন, ‘এখন পর্যন্ত কোনো ধরনের ষড়যন্ত্র বা সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি। যেহেতু ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। তাই সব দিক মাথায় রেখে তদন্ত করছি।’
ভারতীয় গণমাধ্যমকে একটি সূত্র জানিয়েছে পুলিশের ধারণা, আত্মহত্যার আগের কয়েক দিনে ছেলেটির মানসিক অবস্থা ভালো ছিল না। তদন্তের স্বার্থে পান্তের স্কুল ও টিউশনের বন্ধুদের সঙ্গে কথা বলতে পারে কাঁদিভলি থানার পুলিশ।
এই ঘটনায় পুলিশ একটি ‘আকস্মিক মৃত্যুর রিপোর্ট’ নথিভুক্ত করেছে।
সম্পর্কিত সংবাদ

সরকারি অনুদান পাচ্ছে রেকর্ডসংখ্যক সিনেমা
অন্যান্য বছর মতো এবারও চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্বাচিত ১২টিবিস্তারিত…

তাণ্ডবের শুটিংয়ে গোপনে তাণ্ডব চালিয়েছিলেন শাকিব
ঢালিউড নির্মাতা রায়হান রাফী পরিচালিত কিং খান শাকিবের ‘তাণ্ডব’ সিনেমা ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথমবিস্তারিত…