৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১৮ জুলাই

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষার নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা নেওয়া হবে। শুধু ঢাকাতেই এ পরীক্ষার কেন্দ্র থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) পূর্বঘোষণা অনুযায়ী আগামী ১৮ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে, পিএসসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী- ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল ২১ জুলাই প্রকাশ করা হবে। তারপর শুরু হবে মৌখিক পরীক্ষা। ২২ সেপ্টেম্বর বিশেষ এ বিসিএসে তিন হাজার চিকিৎসক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আজ থেকে কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা
  • অটোমেশনের নামে বেসরকারি মেডিকেল ধ্বংসের ষড়যন্ত্র; ১২০০ আসন খালি
  • ৪৬তম বিসিএসের লিখিত ও ৪৭তম প্রিলির তারিখ ঘোষণা
  • ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
  • অবসর ও কল্যাণ সুবিধা ফান্ডে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
  • অক্টোবর থেকে এমপিও শিক্ষকদের বদলি শুরু
  • গুচ্ছের ‘সি’ ইউনিটে পাসের হার ৬৩.৩৫ শতাংশ
  • Copy link
    URL has been copied successfully!