কর্মীদের ৩ বেলা ফ্রি খেতে দেয় ফেসবুক

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ফেসবুক (Meta Platforms Inc.) শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবেই নয়, বরং কর্মীদের সুযোগ-সুবিধার দিক থেকেও বিশ্বজুড়ে পরিচিত। ফেসবুক অফিসের কর্মীদের জন্য রয়েছে এমন সব সুবিধা, যা অনেকের কাছে স্বপ্নের মতোই শোনাতে পারে। এর মধ্যে অন্যতম হলো—তিন বেলা ফ্রি খাওয়ার ব্যবস্থা।

সকালে অফিসে ঢুকেই ব্রেকফাস্ট
ফেসবুকের বিভিন্ন অফিসে কর্মীরা সকালে অফিসে এসে বিনামূল্যে স্বাস্থ্যকর ও সুস্বাদু ব্রেকফাস্ট পান। এতে থাকে নানা ধরনের কফি, ফল, সিরিয়াল, জুস, এবং প্রোটিনসমৃদ্ধ খাবার।

এতে কর্মীরা দিন শুরু করেন এনার্জি নিয়ে, আলাদা করে সময় ও খরচও বাঁচে।

দুপুরের জমজমাট লাঞ্চ
দুপুরবেলায় বিভিন্ন আইটেমে সাজানো লাঞ্চ পরিবেশন করা হয়—যেখানে থাকে দেশি-বিদেশি খাবারের বাহার। ভেজ-ননভেজ, হালকা বা ভারী খাবার, সবই থাকে হাতে গরম ও স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত।

অনেক অফিসে একাধিক ক্যান্টিন বা কিচেন অপশনও থাকে, যাতে কর্মীরা পছন্দমতো খাবার বেছে নিতে পারেন।

সন্ধ্যার ডিনারও একদম ফ্রি
বেশিরভাগ ফেসবুক অফিসেই কর্মীরা অফিসে বেশি সময় কাজ করলে সন্ধ্যায় ফ্রি ডিনারের সুবিধাও পান। অনেক সময় পরিবারের জন্য খাবার নেওয়ারও সুযোগ থাকে।

ফেসবুক কেন কর্মীদের ফ্রি সুবিধা দেয়?
কর্মীদের কাজের ফোকাস বাড়াতে
সময় বাঁচাতে
কর্মস্থলে ইতিবাচক পরিবেশ তৈরিতে
টিম ওয়ার্ক ও সোশ্যাল ইন্টারঅ্যাকশন বাড়াতে

ফেসবুক মনে করে: অফিস যেন শুধু কাজের জায়গা নয়, বরং একটি আরামদায়ক পরিবেশ—যেখানে কর্মীরা পরিবারমতো সময় কাটাতে পারেন।

শুধু ফেসবুক নয়, আরও অনেক টেক জায়ান্ট…
গুগল, ইনকর্পোরেশন এবং লিংকডইনের মতো বহু প্রযুক্তি কোম্পানিও একইরকম ফ্রি খাবারের সুবিধা দিয়ে থাকে কর্মীদের। তবে ফেসবুকের খাবারের মান ও বৈচিত্র্য নিয়ে আলাদাভাবে আলোচনা হয় প্রায়ই।

কাজের জায়গায় কর্মীদের যত্ন নেওয়ার দৃষ্টান্তমূলক উদাহরণ ফেসবুকের ফ্রি তিন বেলা খাবার সুবিধা। এই ধরনের উদ্যোগ শুধু প্রোডাক্টিভিটিই বাড়ায় না, বরং কর্মীদের মধ্যে অফিসের প্রতি একধরনের ইতিবাচক বন্ধন গড়ে তোলে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • হোয়াটসঅ্যাপে ফোন নম্বর লুকিয়ে রাখার উপায়
  • বিশ্বের সবচেয়ে ছোট ৫ ফোন
  • চ্যাটজিপিটি দিয়ে কীভাবে ছবি তৈরি করা যায়?
  • ইউটিউবে নতুন মাল্টি-ল্যাঙ্গুয়েজ অডিও ডাবিং ফিচার, বাড়বে আয়
  • অ্যানড্রয়েড কম্পিউটার আনছে গুগল
  • শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোনে পাবেন ‘ম্যাজিক ব্যাক স্ক্রিন’
  • পুরনো যেকোনো স্মার্টফোন বদলে অনারের নতুন ফোন নেওয়ার সুযোগ
  • হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার, শিডিউল করা যাবে কল
  • Copy link
    URL has been copied successfully!