দীর্ঘ ই-মেইল পড়ার সময় কমাবে জেমিনি

অফিসের কাজ, চাকরির অফার, কেনাকাটার রশিদ—সবই এখন চলে আসে ই-মেইলে। তবে দীর্ঘ ও জটিল ই-মেইল পড়ার মতো সময় সবার থাকে না। এ সমস্যার সমাধানে গুগল নিয়ে এসেছে তাদের নতুন জেমিনি এআই-চালিত মেইল সামারাইজেশন ফিচার, যা এক ক্লিকেই জানিয়ে দেবে মেইলের আসল কথা।

গুগল জানিয়েছে, জিমেল ব্যবহারকারীরা এখন থেকে ইনবক্সে পাওয়া প্রতিটি মেইলের উপরে ‘Summarized Message’ বা ‘সারাংশ’ দেখতে পাবেন। এই সারাংশ তৈরি করবে জেমিনি এআই। যা মেইলের মূল তথ্য বিশ্লেষণ করে খুব সংক্ষেপে তা উপস্থাপন করবে।

এই ফিচারটি কাজে লাগিয়ে –
দীর্ঘ মেইল পড়ার ঝামেলা থাকবে না
অফিস, ব্যাক্তিগত ও কেনাকাটার গুরুত্বপূর্ণ তথ্য সহজেই বুঝে নেওয়া যাবে
সময় সাশ্রয় হবে ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে

গুগল আরও জানিয়েছে, সব মেইলে স্বয়ংক্রিয়ভাবে সারাংশ না-ও আসতে পারে। তবে সেই ক্ষেত্রেও ব্যবহারকারীরা বঞ্চিত হবেন না।
মেইলের পাশে একটি আলাদা বাটন থাকবে, যেখানে ক্লিক করলেই এআই দ্বারা তৈরি সারাংশ দেখা যাবে।

এই মুহূর্তে ফিচারটি শুধু Android ও iOS ডিভাইসের জন্য জিমেল অ্যাপে চালু করা হয়েছে। দ্রুতই গুগল এটি আরও বিস্তৃতভাবে রোল আউট করবে বলে জানা গেছে।

এই ফিচার শুধু মেইলেই সীমাবদ্ধ নয়। গুগল ও অন্যান্য কোম্পানিও এআই দ্বারা চ্যাট সারাংশ তৈরির দিকেও এগোচ্ছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গ্রুপ চ্যাটে কি আলোচনা হয়েছে তা এক ক্লিকেই জানিয়ে দেবে এআই সারাংশ—তবে ব্যবহারকারীদের প্রাইভেসি অক্ষুন্ন থাকবে বলে তারা আশ্বস্ত করেছে।

বর্তমান সময়ে প্রতিদিন শতাধিক মেইল আসে অনেকের ইনবক্সে। সবগুলো মনোযোগ দিয়ে পড়া সম্ভব নয়। জেমিনি এর নতুন এই ফিচার প্রফেশনাল কাজের গতি বাড়াবে, তথ্য গ্রহণের সক্ষমতা বাড়াবে ও ব্যস্ত মানুষদের জন্য হয়ে উঠবে সময় সাশ্রয়কারী হাতিয়ার।

গুগলের জেমিনি এআই প্রযুক্তির এই নতুন সংযোজন নিঃসন্দেহে জিমেল ব্যবহারের অভিজ্ঞতা আরও বুদ্ধিদীপ্ত, সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করে তুলবে।

ভবিষ্যতে যদি ডেস্কটপ ভার্সনেও এই ফিচার চালু হয়, তবে এটি হতে পারে ব্যবসায়িক ও ব্যক্তিগত মেইল ব্যবস্থাপনার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • হোয়াটসঅ্যাপে ফোন নম্বর লুকিয়ে রাখার উপায়
  • বিশ্বের সবচেয়ে ছোট ৫ ফোন
  • চ্যাটজিপিটি দিয়ে কীভাবে ছবি তৈরি করা যায়?
  • ইউটিউবে নতুন মাল্টি-ল্যাঙ্গুয়েজ অডিও ডাবিং ফিচার, বাড়বে আয়
  • অ্যানড্রয়েড কম্পিউটার আনছে গুগল
  • শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোনে পাবেন ‘ম্যাজিক ব্যাক স্ক্রিন’
  • পুরনো যেকোনো স্মার্টফোন বদলে অনারের নতুন ফোন নেওয়ার সুযোগ
  • হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার, শিডিউল করা যাবে কল
  • Copy link
    URL has been copied successfully!