আনচেলত্তি ও ব্রাজিলের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা
নাটকীয়তা-গুঞ্জন উড়িয়ে গেল ২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে দুই বছরের চুক্তিতে সেলেসাওদের দায়িত্ব গ্রহণ করেছেন কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপকে লক্ষ্য হিসেবে ধরে ইতিমধ্যে ব্রাজিলের হয়ে পুরো দমে কাজ শুরু করে দিয়েছেন এই ইতালিয়ান কোচ। তবে নিয়োগে অনিয়ম ছিল বলে মনে করছে ফিফা। কারণ তদন্তে নেমেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থাটি।
আনচেলত্তির অধীনে আগামী শুক্রবার ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের খেলার মাঠে নামবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইতিহাসের অন্যতম সফল কোচের বিরুদ্ধে তদন্তে নেমেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গেল মাসের শেষ সপ্তাহে ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করলেও ২০২৩ সাল থেকে আনচেলত্তির হাতে সেলেসাওদের দায়িত্ব দিতে তদবির চালিয়ে আসছিল সিবিএফ।
ইতালিয়ান মাস্টারমাইন্ডকে নেইমার-ভিনিসিয়ুস-রাফিনিয়াদের দায়িত্ব দিয়ে এজেন্ট বা মধ্যস্থাকারী হিসেবে ফার্নান্দেজকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তার ছিল না কোনো এজেন্ট লাইসেন্স। মূলত এই কারণে আনচেলত্তির বিরুদ্ধে তদন্তে নেমেছে ফিফা। যা গেল বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে সংস্থাটি।
বিবৃতিতে আনচেলত্তিকে নিয়োগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে ফিফা। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের তরফ থেকে বলা হয়, সিবিএফ-এর সাবেক প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজ দায়িত্বে থাকাকালীন সময়ে আনচেলত্তির সঙ্গে চুক্তি করতে ফার্নান্দেজকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাকে ১৫ মে আদালতের সিদ্ধান্তের মাধ্যমে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী আনচেলত্তিকে দলে ভেড়াতে ১.২ মিলিয়ন ইউরো কমিশন পাবেন ফার্নান্দেজ।
সম্পর্কিত সংবাদ
ম্যারাডোনা ছাড়াও মেসির কাছে সর্বকালের সেরা যারা
বিশ্ব ফুটবলের সুপারস্টার লিওনেল মেসি। সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় তিনি থাকবেন অবশ্যই। কিন্তু মেসির কাছেবিস্তারিত…
নারী বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি
ক্রীড়া ডেস্ক :: নারী ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়েছে। অস্ট্রেলিয়া-ভারত এবং দক্ষিণ আফ্রিকা ওবিস্তারিত…
