সরকারের আশ্বাসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

বর্তমান সরকারের ইতিবাচক আশ্বাসে তিন দফা দাবিতে চলমান কর্মবিরতি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী রোববার (১ জুন) থেকে তারা ক্লাসে ফিরবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ মে) প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ‘প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর নেতারা।

বৈঠক শেষে ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘দাবি পূরণে সরকারের সুস্পষ্ট ও ইতিবাচক পদক্ষেপের কারণে আমরা আপাতত কর্মবিরতি স্থগিত ঘোষণা করছি। আগামী ২৬ জুন পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করব। দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী ৩ জুন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শুরু হবে। ফলে ১ ও ২ জুন বিদ্যালয় খোলা থাকবে। অর্থাৎ, রোববার সহকারী শিক্ষকরা সরকারের আশ্বাসে ক্লাসে ফিরে যাবেন। তারা শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন।’

এর আগে গত ২৬ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন সহকারী শিক্ষকরা। এতে দেশের সাড়ে ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ হয়ে যায়। শ্রেণি কার্যক্রম না চলায় স্কুলে এসেও ফিরে যেতে বাধ্য হয় শিক্ষার্থীরা।

তারও আগে গত ৫ থেকে ১৫ মে পর্যন্ত প্রত্যেক কর্মদিবসে এক ঘণ্টা, ১৭ মে থেকে দুই ঘণ্টা এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত আধাবেলা কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

যে তিন দফা দাবি প্রাথমিকের শিক্ষকদের-
১১তম গ্রেডে বেতন নির্ধারণ: সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ হিসেবে গণ্য করে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে। কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী যৌক্তিক সংস্কার দাবি করছেন তারা।

উচ্চতর গ্রেডে জটিলতা নিরসন: ১০ বছর এবং ১৬ বছর চাকরিপূর্তির পর উচ্চতর গ্রেড পেতে যেসব জটিলতা রয়েছে, তা দূর করতে হবে।

শতভাগ পদোন্নতি নিশ্চিত: প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির সুযোগ দিতে হবে এবং পদোন্নতির প্রক্রিয়া দ্রুত করতে হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ১৬ নভেম্বর থেকে বুয়েটে ভর্তি আবেদন শুরু, ১০ জানুয়ারি পরীক্ষা
  • ২ লাখ শিক্ষার্থীর ৪ লাখ খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
  • জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭২ শতাংশ
  • এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
  • বেসরকারিতে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগে নতুন নিয়ম
  • চাকসুর ৪৫ শতাংশ প্রার্থীই কলা অনুষদের
  • এইচএসসির ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড
  • Copy link
    URL has been copied successfully!