স্মার্টফোন ভিজলে দ্রুত শুকানোর উপায়

বর্ষাকালে বা অসাবধানতাবশত স্মার্টফোন ভিজে যাওয়ার ঘটনা হরহামেশাই ঘটে। অনেকেই জানেন না, এমন পরিস্থিতিতে ঠিক কী করতে হবে। সময়মতো সঠিক ব্যবস্থা নিলে ফোনটি অনেক ক্ষেত্রেই রক্ষা করা সম্ভব। চলুন জেনে নিই, কীভাবে দ্রুত ও নিরাপদভাবে ভেজা ফোন শুকিয়ে নিতে পারেন।

তাৎক্ষণিক করণীয়-
স্মার্টফোন ভিজে গেলে সঙ্গে সঙ্গে ফোনটি বন্ধ করে দিন। এরপর কভার, সিম কার্ড ও মেমোরি কার্ড খুলে ফেলুন এবং ফোনটি মুছে নিন শুকনা কাপড়ে।

মুছে ফেলুন এবং বাতাস চলতে দিন-
চার্জিং পোর্ট, স্পিকার, বাটন ও হেডফোন জ্যাক— এই অংশগুলো ভালোভাবে মুছে ফেলুন এবং ফোনের মধ্যে বাতাস চলাচল নিশ্চিত করুন।

চাল বা সিলিকা জেলে রাখুন-
ফোনটিকে একটি পাতলা কাপড়ে মুড়িয়ে চাল ভর্তি পাত্রে বা সিলিকা জেলের মধ্যে রেখে দিন অন্তত ২৪ ঘণ্টা। এটি ফোনের ভেতরের আর্দ্রতা শুষে নিতে সাহায্য করে।

যা করা যাবে না-
হেয়ার ড্রায়ার, মাইক্রোওয়েভ বা রোদে ফোন শুকানো বিপজ্জনক। এতে ফোনের অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

পরীক্ষা ও প্রয়োজনে সাহায্য নিন-
২৪ ঘণ্টা পর ফোন চালু করে দেখুন। চার্জিং বা স্ক্রিনে সমস্যা থাকলে দেরি না করে সার্ভিস সেন্টারে যান।

সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে ভেজা ফোনও পুনরায় সচল করা সম্ভব। তবে সচেতন থাকাই সবচেয়ে বড় সুরক্ষা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল
  • ২৪ ঘণ্টা পর অদৃশ্য হবে পোস্ট : থ্রেডসে নতুন ফিচার
  • ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট না হলে করণীয়
  • এআই সার্চ ও সোশ্যাল ভিডিওর কারণে উইকিপিডিয়ার ট্রাফিক কমছে
  • মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায়
  • হোয়াটসঅ্যাপে ফোন নম্বর লুকিয়ে রাখার উপায়
  • বিশ্বের সবচেয়ে ছোট ৫ ফোন
  • চ্যাটজিপিটি দিয়ে কীভাবে ছবি তৈরি করা যায়?
  • Copy link
    URL has been copied successfully!