‘ব্যাচেলর পয়েন্ট’-এ থাকছে শুভ, জানালেন অমি

‘ব্যাচেলর পয়েন্ট’- সিজন ৫-এ কি শুভ থাকছে? প্রশ্নটি যেন কোটি টাকার! ফার্স্টলুকে শুভরূপী মিশু সাব্বিরকে দেখতে না পেয়ে অনুরাগীদের কৌতূহল জাগে এ নিয়ে। এবার নির্মাতা কাজল আরেফিন অমি বেশ নাটকীয়তার মাধ্যমে জানালেন ‘ব্যাচেলর পয়েন্ট’- সিজন ৫-এ থাকছে শুভ।

এরইমধ্যে শুরু হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রচারণা। রোজ বিকেল পাঁচটায় ইউটিউবে প্রকাশ পাচ্ছে ধারাবাহিকটির প্রিপারেশন ভিডিও। সেখানেই মিশু সাব্বিরের থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আজ বুধবার প্রকাশিত প্রিপারেশন ভিডিওতে দেখা যায়, কানাডা থেকে ভিডিও কলে কাবিলার সঙ্গে কথা বলছে শুভ। ‘ব্যাচেলর পয়েন্ট’- সিজন ৫ শুরু হচ্ছে শুনে সে বেশ উত্তেজিত। কাবিলা যেন নির্মাতা অমিকে অনুরোধ করে শুভকে রাখতে। বন্ধুর কাছে এরকম অনুরোধ করতে শোনা যায় শুভকে।

এদিকে কাবিলা এমনভাবে শুভকে বলছিল যাতে বোঝা যাচ্ছিল অমি তাকে রাখতে ইচ্ছুক নন। উল্টো সে দাবি করে শুভর হাতের দামি ঘড়িটি দিলেই সে অমিকে অনুরোধ করবে শুভকে ‘ব্যাচেলর পয়েন্ট’- সিজন ৫-এ রাখতে।

এমন সময় অমি এসে উপস্থিত। কাবিলার কাছে জানতে চান শুভর সঙ্গে কথা বলেছে কিনা। এরপর নির্মাতা জানান, প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে হলেও শুভ থাকবে ‘ব্যাচেলর পয়েন্ট’- সিজন ৫-এ।

এরইমধ্যে প্রিপারেশন ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন অমি। ক্যাপশনে লিখেছেন, ফাঁস হলো বড় চমক! সিজন ৫-এ থাকছে শুভ | এমন খবরে উচ্ছ্বসিত নেটিজেনরা। কেউ লিখেছেন, শুনে খুব ভালো লাগল। অন্য একজনের কথায়, এটা খুবই ভালো কথা।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর আগের সিজনগুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয়-মাহি!
  • গলায় ফাঁস দিয়ে অভিনেতার আত্মহত্যা
  • প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অশুভ মনে হচ্ছে : অমিতাভ
  • মারা গেছেন জনপ্রিয় অভিনেতা
  • সালমান শাহ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
  • সালমান শাহ হত্যা মামলার পুনঃতদন্তের নির্দেশ আদালতের
  • ভারতে পাঠ্যবইয়ে ইউটিউবারের নাম, শিক্ষার মান নিয়ে প্রশ্ন!
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত
  • Copy link
    URL has been copied successfully!