মগবাজারে দিনে-দুপুরে যুবককে কুপিয়ে ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ :: রাজধানীর মগবাজারে দিনে-দুপুরে এক যুবকের ব্যাগ চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ১৮ মে বিকেল ৫টা ২২ মিনিটের দিকে মগবাজারের একটি গলিতে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই যুবক বাধা দিতে গেলে তাকে একাধিকবার কোপানো হয়। এ ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ১৮ মে বিকেলে এক যুবক কাঁধে ব্যাগ নিয়ে ফাঁকা গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা মোটরসাইকেলে থাকা তিন যুবকের মধ্যে দুজন তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী যুবক বাধা দেওয়ার চেষ্টা করলে মাস্ক পরা দুই ছিনতাইকারী চাপাতি বের করে তাকে আঘাত করতে থাকে। এ সময় আশপাশে কুকুরের চিৎকার শোনা যায়। ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে যুবকটি মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন। এতে ছিনতাইকারীরা আরও ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপাতে থাকে।

বিষয়টি নিয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু রোববার (২৫ মে) গণমাধ্যমকে জানান, পুলিশ ভিডিওটি দেখেছে, কিন্তু এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ ভুক্তভোগী যুবক এবং মোটরসাইকেলে থাকা তিন ছিনতাইকারীকে শনাক্ত করার চেষ্টা করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • টাঙ্গাইলে ত্রিমুখী গাড়ির সংঘর্ষে ৪ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় রোটারি ক্লাবের প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত
  • যশোরের খাজুরায় কাভার্ডভ্যান চাপায় একজন নিহত
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • বগুড়ায় ‘বিষাক্ত মদ্যপানে’ মৃতের সংখ্যা বেড়ে ৪
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • যশোরে নির্মানাধিন ১০ তলা ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু
  • কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে জামায়াত নেতার মৃত্যু
  • Copy link
    URL has been copied successfully!