সাবেক কোচ শ্রীরামকে নিয়ে যা বললেন সোহান

জাতীয় দলের হয়ে নুরুল হাসান খেলেছন বেশ কয়েক বছর ধরে, তবে কখনো নিয়মিত হতে পারেননি। এবার খেলছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সাদা এবং লাল বলের সিরিজে দারুণ পারফর্মও করেছেন।

আজ শেষ চার দিনের ম্যাচ শেষে মিরপুরে আসেন সংবাদ সম্মেলনে। সেখানে সোহান তুলে ধরেছেন ২০২২ সালের এক ঘটনা, ‘এই সংস্কৃতিটা শুধু আমি বললাম বা আরেকজন বলল, তাতেই পরিবর্তন করা যাবে না। এটার জন্য সবার সাহায্য প্রয়োজন। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির জন্য বিষয়টা গুরুত্বপূর্ণ।’

‘অনেকদিন জাতীয় দলের বাইরে যদি কেউ থাকে…আমি যদি একটা উদাহরণ দেই ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের কোচ ছিলেন শ্রীরাম, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ভারতে কোনো নতুন খেলোয়াড় এসেই রান পাচ্ছে, আমাদের সমস্যাটা কী। ও আমাকে বলেছে এটা মানসিক প্রতিবন্ধকতা।’

সোহান আরো বলেন, ‘আমরা ভাবি এখানে জাতীয় দলে খেলতে পারলে কী হবে, না পারলে কী হবে, এখান থেকে বাদ গেলে কী হবে। ওরা চিন্তা করছে… ওদের যে কাঠামো আছে, ওরা রঞ্জি ট্রফি খেলছে, অন্যান্য টুর্নামেট খেলছে, আইপিএল আছে। ওদের কিন্তু ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সময় নাই। ওদের কোনো মানসিক প্রতিবন্ধকতা নেই, স্বাধীনভাবে খেলতে পারছে। ওই স্বাধীনতা নিয়ে খেলতে পারলে আমাদেরও মানসিক প্রতিবন্ধকতা এড়ানো সহজ হবে।’

সোহানের মতে ক্রিকেট দলগত খেলা। হারলে আলাদা করে কারো নাম বলতে চাননা তিনি, ‘ক্রিকেট দলগত খেলা। ম্যাচ হারলে অনেক বিষয়েই কথা আসবে। আলাদা করে কারো তেমন দোষ না… সিলেটে একটা সেশন আমরা খারাপ খেলেছি, সে কারণেই ব্যাকফুটে চলে গিয়েছি।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশকে ৭ উইকেটে হারাল শ্রীলঙ্কা
  • ‘ইউরোপ ফেরার পথ বন্ধ, বিশ্বকাপেই শেষ মেসি অধ্যায়ের’
  • হংকংকে ৩-০ গোলে হারিয়ে সেরা চারে বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিবসহ ৯ বাংলাদেশি ক্রিকেটার
  • আবারো বাবা হলেন নেইমার
  • একদিনে বাংলাদেশের দুই জয়
  • প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ
  • চলতি জুলাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
  • Copy link
    URL has been copied successfully!