নিজের নামে কয়টি সিম কেনা যাবে, জানালো বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন এক সিদ্ধান্তে জানিয়েছে, এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিজের নামে নিবন্ধন করতে পারবেন। এর আগে এই সংখ্যা ছিল ১৫টি।
শনিবার বিটিআরসি সূত্রে এ তথ্য জানা যায়। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক প্রেক্ষাপট, জাতীয় নিরাপত্তা এবং দেশের আর্থ-সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিটিআরসি জানায়, সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধনের সীমা কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের মোট ৬৭ লাখ সিম বন্ধ হয়ে যেতে পারে। গ্রাহকদের মধ্যে যারা ১০টির বেশি সিম ব্যবহার করছেন, তাদের অতিরিক্ত সিম পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে।
বিটিআরসির একজন কর্মকর্তা বলেন, ‘২০১৭ সালের অক্টোবরে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হয়েছিল। এরপর ২০২২ সালে ১৫টির বেশি সিম ডিরেজিস্টার করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় এবং লটারির মাধ্যমে অতিরিক্ত সিম বন্ধও করা হয়। এবার সেই সীমা আরও কমিয়ে আনা হলো।’
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে মোবাইল অপারেটরদের ওপর কিছুটা চাপ পড়লেও জাতীয় নিরাপত্তা এবং সিম ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিত করতে এটি সহায়ক হবে।
বিটিআরসি জানিয়েছে, নতুন সীমা কার্যকর করার প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে এবং গ্রাহকদের এ বিষয়ে পর্যাপ্ত সময় ও নির্দেশনা দেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ

সবচেয়ে পাতলা আইফোন আনছে অ্যাপল
এই প্রথম পাতলা আাইফোন আনছে অ্যাপল। যার মডেল আইফোন ১৭ এয়ার। চলতি বছরই বাজারে আসবেবিস্তারিত…

বৃষ্টি হলে ইন্টারনেট স্পিড কমে যাওয়ার ৫ কারণ
বৃষ্টি নামলেই মনটা যেমন ভিজে যায়, ঠিক তেমনই ধীরে ধীরে কমে যেতে থাকে আমাদের মোবাইলবিস্তারিত…