নিজ বাহিনীর গুলিতে প্রাণ হারাল ইসরায়েলি সেনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল সোমবার দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়। আজ মঙ্গলবার (২০ মে) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাক নামে এই সেনা নিজ বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে। তাকে লক্ষ্য করে অন্য সেনারা ‘ভুলক্রমে’ গুলি করে।

ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর তথ্য অনুযায়ী, গতকাল উত্তর গাজায় এই দখলদারের মৃত্যু হয়। ওই সময় সেখানে কমব্যাট ইঞ্জিনিয়ার্সরা ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের অধীনে কাজ করছিল। তারা একটি সুড়ঙ্গ ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছিল। এর অংশ হিসেবে এটির নকশা অঙ্কন করা হচ্ছিল। তিনি এ দলের অংশ ছিলেন।

ওই সময় সেখানে সেনাবাহিনীর অপর একটি কোম্পানি এলাকাটির নিরাপত্তা নিশ্চিতের কাজ করছিল।

ওই সময় কোম্পানিটি সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাককে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই দখলদার সেনা সুড়ঙ্গটির পাশে ছিল। গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ উদঘাটন করে এটি তার পরিবারকে জানানো হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী।

এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ব্যাপক হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। তাদের এ হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে গাজায় গণহত্যা চালাতে গিয়ে সেখানে প্রায় ৯০০ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে।

দখলদাররা গাজায় শুধুমাত্র বর্বরতাই চালাচ্ছে না, সেখানকার মানুষকে অনাহারে থাকতেও বাধ্য করছে। জাতিসংঘসহ অন্যান্য বেসরকারি সংস্থা হুঁশিয়ারি দিচ্ছে, গাজার মানুষ আর কিছুদিনের মধ্যে দুর্ভিক্ষের কবলে পড়বেন। সূত্র: টাইমস অব ইসরায়েল

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • কানাডায় ভারতীয় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
  • মিয়ানমারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান
  • সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প
  • আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি পাকিস্তানের
  • থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই
  • ৭ দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকার দখল নিয়েছে রাশিয়া
  • যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রুশ তেল কেনা বন্ধ করল চীন
  • Copy link
    URL has been copied successfully!