কোটি টাকার গাড়ি কিনলেন অভিনেত্রী কৌশানী

সময়টা খুব ভাল যাচ্ছে কৌশানী মুখোপাধ্যায়ের। একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন নায়িকা। ‘আবার প্রলয়’, ‘বহুরূপী’, ‘কিলবিল সোসাইটি’-তে কাজ করার পরে অভিনেত্রীর ক্যারিয়ারে সাফল্য এই মুহূর্তে তুঙ্গে।

নায়িকার ছবির গান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। এছাড়াও ‘ডান্স বাংলা ডান্স’- নাচের রিয়্যালিটি শোয়ের বিচারক আসনে বসেছেন তিনি। একের পর এক সাফল্য উদযাপন করতে এবার নিজেকে বড় উপহার দিলেন টলি নায়িকা।

সম্প্রতি নতুন একটি গাড়ি কিনেছেন কৌশানী। বাবাকে নিয়ে নতুন অতিথি বাড়িতে আনতে গিয়েছিলেন তিনি। পাশাপাশি কেক কেটে উদযাপনও করেছেন অভিনেত্রী। কালো রঙের বিলাসবহুল মার্সিডিজ গাড়ি কিনেছেন। যার দাম প্রায় কোটি টাকার কাছাকাছি।

সোশ্যাল মিডিয়ায় নিজেই গাড়ির সেই ছবি-ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। তারকা থেকে শুরু করে অনুরাগীরাও কমেন্ট বক্সে শুভেচ্ছা-ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

কৌশানীর বয়ফ্রেন্ড- অভিনেতা বনি সেনগুপ্ত লিখেছেন, ‘ডার্লিং আমি তোমার জন্য গর্বিত। আরও অনেক সাফল্য আসবে। এভাবেই চালিয়ে যাও।’

ক্যারিয়ারে বনি প্রায় কৌশানীর সমসাময়িক। তবু সাফল্যর নিরিখে তিনি একটু পিছিয়েই আছেন। এদিকে অনেকেই নেটমাধ্যমে ট্রোল করা শুরু করেছে অভিনেতাকে। তাদের বক্তব্য, বনি নাকি হিংসা করন কৌশানীকে।

যদিও অভিনেতার দাবি, তিনি কখনোই কৌশানীকে হিংসা করেন না। বরং প্রেমিকার সাফল্যে নিজেও উদযাপন করেন।

প্রসঙ্গত, টলিপাড়ার চেনা মুখ কৌশানী মুখোপাধ্যায়। ২০১৫ সালে রাজ চক্রবর্তীর ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবির মাধ্যমে টলিউডে অভিষেক করেন নায়িকা। এরপর ‘কেলোর কীর্তি’, ‘তোমাকে চাই’, ‘হইচই আনলিমিটেড’, ‘জানবাজ’, ‘শুভ বিজয়া’, ‘প্রজাপতি’-র মতো একগুচ্ছ ছবিতে কাজ করেছেন তিনি।

তবে নতুনভাবে সাফল্য আসতে শুরু করে রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’ সিরিজে মোহিনী মায়ের চরিত্রে অভিনয় করার পর থেকে।

বিনোদন জগৎ ছাড়াও আরও একটি পরিচিতি আছে তার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল- কগ্রেসের হয়ে কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও জয়ের মুখ দেখেননি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয়-মাহি!
  • গলায় ফাঁস দিয়ে অভিনেতার আত্মহত্যা
  • প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অশুভ মনে হচ্ছে : অমিতাভ
  • মারা গেছেন জনপ্রিয় অভিনেতা
  • সালমান শাহ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
  • সালমান শাহ হত্যা মামলার পুনঃতদন্তের নির্দেশ আদালতের
  • ভারতে পাঠ্যবইয়ে ইউটিউবারের নাম, শিক্ষার মান নিয়ে প্রশ্ন!
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত
  • Copy link
    URL has been copied successfully!