নতুন কোচ পেলেন তাসকিন-মুস্তাফিজরা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে ছিলেন আন্দ্রে অ্যাডামস। সাবেক কিউই এই পেসারের সঙ্গে বিসিবির চুক্তি ছিল আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এর আগেই দুই পক্ষের পারস্পরিক সমঝোতায় বিদায় নিয়েছেন অ্যাডামস। এদিকে অ্যাডামসের পর টাইগার পেসারদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন সাবেক অস্ট্রেলীয় পেসার শন টেইট। অবশেষে কোচ হিসেবে আজ টেইটকেই নিয়োগ দিয়েছে বিসিবি।
সোমবার (১২ মে) এক বিবৃতি দিয়ে টেইটকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
খেলোয়াড়ি জীবনে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলা টেইট ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। তিনি ২০২২ সালে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন। কাজ করেছেন আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও।
২০২৭ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্বে থাকবেন শন টেইট। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসার শন টেইট গত বিপিএলে চিটাগং কিংসের হেড কোচের ভূমিকায় ছিলেন।
বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পেয়ে টেইট বলেন, ‘ভালো একটা সময়ে বাংলাদেশ দলের সাথে যুক্ত হলাম। এখন তাদের নতুন যুগ চলছে। যে কথা অনেকবারই সাম্প্রতিককালে বলা হয়েছে- অনেক তরুণ ফাস্ট বোলার আছে দলে যা দারুণ ব্যাপার। এটা আন্তর্জাতিক ক্রিকেট, ডেভেলপমেন্ট দল নয়। এখানে সবাই চায় ফলাফল। আমারও সেদিকেই মনোযোগ। যত বেশি সম্ভব জয় এনে দিতে চাই।’
সম্পর্কিত সংবাদ
ম্যারাডোনা ছাড়াও মেসির কাছে সর্বকালের সেরা যারা
বিশ্ব ফুটবলের সুপারস্টার লিওনেল মেসি। সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় তিনি থাকবেন অবশ্যই। কিন্তু মেসির কাছেবিস্তারিত…
নারী বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি
ক্রীড়া ডেস্ক :: নারী ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়েছে। অস্ট্রেলিয়া-ভারত এবং দক্ষিণ আফ্রিকা ওবিস্তারিত…
