করোনার কারনে দেশে দুর্ভিক্ষ হবারও কোন সম্ভাবনা নেই: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘ধানসহ অন্যান্য খাদ্য শস্য পর্যাপ্ত পরিমান মজুদ আছে। বর্তমান বোরো মৌসুমে প্রচুর ধান উৎপাদন হয়েছে। এই ধানগুলো আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে যদি আমরা ঘরে তুলতে পারি তাহলে দেশে আগামী ৬ মাস খাদ্যের কোন অভাব হবে না। করোনার কারনে দেশে দুর্ভিক্ষ হবারও কোন সম্ভাবনা নেই।’ আজ শনিবার টাঙ্গাইলের সার্কিট হাউজে করোনা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম বিষয়ে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। কৃষি প্রনোদনা দেয়া হচ্ছে। এগুলো বিতরণে অনিয়ম বা চুরি কঠোর হস্তে দমন করা হবে। এতে সে যে দলেরই হোক।’

টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন (টাঙ্গাইল-৫), জোয়াহেরুল ইসলাম (টাঙ্গাইল-৮) ও তানভীর হাসান ছোট মনির (টাঙ্গাইল-২), জেলার ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয়কারী নিবার্চন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর প্রমুখ। এ সময় জেলার সরকারি সকল দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।






Related News

  • স্মার্ট সোনার বাংলা গড়ার সুযোগ চাই: শেখ হাসিনা
  • সন্ত্রাস-হত্যাকাণ্ড দিয়ে মানুষের মন জয় করা যায় না: প্রধানমন্ত্রী
  • জ্বালাও-পোড়াওকারীদের ‘না’ বলুন : প্রধানমন্ত্রী
  • নাশকতাকারীদের কোনো ক্ষমা নেই : প্রধানমন্ত্রী
  • কুমিল্লার মেয়র রিফাত আর নেই
  • জি এম কাদের জাতীয় পার্টি দখল করেছেন: রওশন এরশাদ
  • হামলা করলে মামলা হবেই: ওবায়দুল কাদের
  • নতুন কর্মসূচি ঘোষণা হেফাজতের
  • %d bloggers like this: