১০ জুন বছরের প্রথম সূর্যগ্রহণ

চন্দ্রগ্রহণের পর এবার আসছে সূর্যগ্রহণ। গত ২৬ মে চন্দ্রগ্রহণের দিন সুপার মুন ও ব্লাড মুন দেখা গিয়েছিল। তার কয়েকদিন পর এবার সূর্যগ্রহণ দেখা যাবে। এর ফলে অন্ধকারে ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ।

আগামী ১০ জুন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ। ফলে গ্রহণে ঢাকা পড়বে সূর্য। তবে কেবল একটা বলয় দৃশ্যমান থাকবে। একে বলে ‘রিং অব ফায়ার’। সহজেই অনুমান করা যায়, আকাশের কোলে কেমন সৌন্দর্য বিচ্ছুরণ করবে এই দৃশ্য।

রাশিয়া, কানাডা, গ্রিনল্যান্ড ও উত্তর মেরু থেকে আগুনের বলয় দেখা যাবে। এর মধ্যে গ্রিনল্যান্ড থেকেই গ্রহণের চূড়ান্ত অবস্থা প্রত্যক্ষ করা যাবে।

এ ছাড়া ইউরোপ ও এশিয়ার উত্তরাংশ থেকেও গ্রহণ দেখা যাবে। তবে সেখানে আংশিকভাবেই তা দেখা যাবে।

সাধারণভাবে সূর্যের খণ্ডগ্রাস, পূর্ণগ্রাস গ্রহণ ছাড়াও এই বলয়গ্রাস গ্রহণ দেখা যায়। এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে পারে আগামী ৪ ডিসেম্বর। সেটি হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকার বিভিন্ন প্রান্ত ও প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের কিছু অঞ্চল থেকে সেটা দৃশ্যমান হবে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস






Related News

  • যেসব পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
  • ইনস্টাগ্রামে আপত্তিকর কমেন্টস হাইড করার উপায় জানুন
  • নাথিং ফোন টু এ মডেল বাজারে এলো
  • আয়ের সুযোগ দিচ্ছে টেলিগ্রাম
  • ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
  • ফোনে থাকা পুরোনো ছবির তথ্য দেবে গুগল
  • উন্মুক্ত হলো বাংলা ভাষাভিত্তিক তিন সফটওয়্যার
  • ভিভো কম দামে বড় ডিসপ্লের ফোন আনছে
  • %d bloggers like this: