অভ্যুত্থানের পর প্রথমবার আদালতে হাজির সুচি

গ্রেফতার হওয়া মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে প্রথমবারের মত সশরীরে আদালতে হাজির করা হয়েছে। সেনা অভ্যুত্থানের পর আজ সোমবার তাকে আদালতে নিয়ে আসা হয়।

তার আইনজীবী তায়ে মঙ মঙ গণমাধ্যমকে বলেছেন, রাজধানী নেপিডোর আদালতে হাজির করার সময় সু চিকে দেখে সুস্থই মনে হয়েছে। শুনানির আগে সু চি তার আইনজীবীদের সঙ্গে আধা ঘণ্টার মত মুখোমুখি বৈঠকও করেছেন।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সু চির দল এনএলডি সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় সু চিকে।

প্রথমে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা থাকলেও পরে জানা যায় তাকে তার নেপিডোর বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে। সু চি ছাড়াও প্রায় চার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে ওই অভ্যুত্থানের পর থেকে।

সু চির বিরুদ্ধে দুটি আদালতে কয়েকটি মামলা করা হয়েছে, যেগুলোর বেশিরভাগই ছোটখাটো অভিযোগে। সু চির বিরুদ্ধে সবচেয়ে গুরুতর যে অভিযোগটি রয়েছে তাতে দোষী সাব্যস্ত হলে তার ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

এর আগের শুনানিগুলোতে ৭৫ বছর বয়সী সু চিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি আদালতে উপস্থাপন করা হয়। কিন্তু এবার তাকে সশরীরে আদালতে আনা হয়েছে।






Related News

  • মধ্যপ্রাচ্যে বন্যার আশঙ্কা, রেড অ্যালার্ট জারি
  • মস্কোতে কনসার্টে হামলা: নিহত বেড়ে ১৪৩
  • মস্কোতে কনসার্টে বন্দুকধারীদের হামলা, নিহত ৪০
  • আফগানিস্তানের ব্যাংকে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২১
  • পাকিস্তানের রাজনীতিতে বেনজির কন্যা আসিফা
  • গাজার দুর্ভিক্ষ মানবসৃষ্ট, দায়ী ইসরায়েল : ইইউ
  • ইরানে আতশবাজি বিস্ফোরণে নিহত ১৫, আহত ৪৭০০
  • মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি মমতা
  • %d bloggers like this: